► বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম পিপীলিকা (Pipilika)।
► প্রথম বাংলাদেশী হিসেবে সাজিদ আলী হাওলাদার কোনো প্রাণী আবিষ্কার করেন।
► গ্রে উলফ নামে পরিচিত : কামাল আতাতুর্ক।
► জাতিসংঘ সনদের রচয়িতা : Archibald Macleish.
► বিশ্বের বৃহত্তম লাইব্রেরি
: লাইব্রেরি অব কংগ্রেস।
► কানাডায় যেই পরিমাণ লেক আছে, সমগ্র পৃথিবীতে একত্রেও সেই পরিমাণ লেক নেই।।
► পৃথিবীতে মোট ৩০০০ এরও বেশি প্রজাতির মশা আছে!!
► UNFPA বি…শ্বের জনসংখ্যা ৭০০ কোটিতে পৌঁছার দিন পালন করে ৩১ অক্টোবর ২০১১।
► লিবিয়ার সাবেক নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফি নিহত হন ২০ অক্টোবর ২০১১।
► স্টিব জবস মারা যান কবে ৫ অক্টোবর ২০১১।
► কাশি যদি না কমে সেই ক্ষেত্রে তুলসী পাতা এবং আদা পিষে মধুর সঙ্গে মিশিয়ে খান, এতে উপকার পাবেন ৷
► পৃথিবীতে মাত্র ১৪টি দেশে বাঘ পাওয়া যায়। বাংলাদেশ এর মধ্যে একটি।
► ফারাক্কা বাঁধ বাংলাদেশ সীমানা হতে দূরে অবস্থিত : ১৬.৫ কিলোমিটার।
► মূল্য সংযোজন কর বাংলাদেশে চালু করা হয় : ১লা জুলাই ১৯৯১।
► বিশ্বের প্রথম ডাক টিকেট চালু হয় ব্রিটেনে।
► জাতিসংঘে বাংলাদেশে চাঁদার হার ০.০১ শতাংশ।
… ► IAEA (International Atomic Energy Agency) নোবেল পুরস্কার পায় ২০০৫ সালে।
► ইংরেজী Pen শব্দটি এসেছে ল্যাটিন শব্দ Penna থেকে। যার অর্থ
পালক। প্রাচীনকালে মানুষ পাখির পালক দিয়ে লিখতো কি না, তাই।
► জিয়া আর্ন্তজাতিক বিমান বন্দর কবে চালু হয় ৪ সেপ্টেম্বর, ১৯৮০।
► দেশের প্রথম ভূগর্ভস্থ জাদুঘর (আন্ডারগ্রাউন্ড মিউজিয়াম) অবস্থিত- সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা। মাটির নিচে প্রায় ২৪ ফুট গভীরে দ্বিতল ভবনবিশিষ্ট জাদুঘরটি ৭ মার্চ ২০১১ জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।
► কাঠবিড়ালীরা পিছু হটতে পারেনা। পেছন যেতে চাইলে পুরো উল্টা ঘুরে পিছন যেতে হয়।
► বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং সেবা চালু করে- ডাচ বাংলা ব্যাংক লি.। (৩১ মার্চ, ১১)
► পেঙ্গুইন একমাত্র পাখি যে সাঁতার ক…াটতে পারে কিন্তু উড়তে পারেনা।
► বাংলাদেশ বর্ডার গার্ডের সর্বপ্রথম দেয়া নাম – রামগড় লোকাল ব্যাটালিয়ন।
► বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা – ১২ নটিক্যাল মাইল।
► লাল ও সবুজ গ্যাসের ট্রাফিক সিগন্যাল বাতি প্রথম শুরু হয় লন্ডনে ১৮৬৮ সালে । কিন্তু দুঃখজনকভাবে সেগুলো বিস্ফোরিত হয় এবং একজন পুলিশ নিহত হয়
► বিশ্বে বসবাসের উপযোগী শহরের তালিকায় শীর্ষ- ভিয়েনা, অষ্ট্রিয়া (ঢাকা- ২০৪তম; অনুপযোগী- বাগদাদ, ইরাক)
► ডিএনএ প্রথম আবিস্কৃত হয় ১৮৬৯ এ সুইস ফ্রেডরিক মিস্কলার এর মাধ্যমে ।
► ভুটান হল বিশ্বের প্রথম ধূমপানমুক্ত দেশ!!
► বর্তমানে বিশ্বে মেগাসিটি- ২৭ টি। শীর্ষ…- টোকিও। ঢাকার অবস্থান ১৯তম। (উল্লেখ, ১ কোটি বা অধিক জনসংখ্যা অধ্যুষিত মেট্রোপলিটন এলাকাকে মেগাসিটি বলে)
► পৃথিবীর প্রাণীদের মধ্যে ৮০ ভাগই হচ্ছে পোকামাকড়।
► বিশ্বের প্রথম ল্যাপটপের নকশা করেন বিল মোগরিজ।
► চাঁদে কোনো জিনিসের ওজন পৃথিবীতে এর ওজনের ১/৬ ভাগ।
► বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলেও বিদ্যুত খরচ একই হয়।
►বিশ্বের বৃহত্তম পার্ক হচ্ছে যুক্তরাষ্ট্রের ইয়েলো স্টোন ন্যাশনাল পার্ক।
► ডি নদী হচ্ছে পৃথিবীর ক্ষুদ্রতম নদী।
… ► যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের নাম হল ফেডারেল রিজার্ভ সিস্টেম।
► যতক্ষণ পর্যন্ত কোনো খাবার আপনার মুখের লালার সাথে না মিশে আপনি ততক্ষণ সেই খাবারের স্বাদ উপভোগ করতে পারেন না!!
► লেবানন যে দেশের কাছ থেকে স্বাধীনতা লাভ করে : ফ্রান্স (২৬তম বিসিএস)।
► ডাকটিকেটের পেছনে প্রথম আঁঠা লাগানোর পদ্ধতি চালু করে সিয়েরা লিয়ন নামের আফ্রিকা মহাদেশের দেশটি। সালটা ছিলো ১৯৬৪।
► ‘আল-জাজিরা’ যে দেশভিত্তিক স্যাটেলাইট চ্যানেল : কাতার।
► আন্তর্জাতিক নদী বলা হয় : দানিয়ুব নদীকে।
► ১৮১৭ সালে Baron von Drais প্রথম বাই সাইকেল তৈরি করেন যেটার কিনা চালানোর জন্য কোনও প্যাডেল ছিল না। মানুষ নিজে হেট…ে এটি চালাতও !
► বিশ্বের প্রাচীনতম দেশ হচ্ছে সানমারিনো; ৩০১ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত।
► বিশ্বের সর্বাধিক ব্যবহৃত ভাষা হল মান্দারিন (চীনা); শতাধিক কোটি মানুষ এটি ব্যবহার করে।
► বিশ্বের বৃহত্তম নারী বিশ্ববিদ্যালয়ের নাম রিয়াদ উইমেন্স বিশ্ববিদ্যালয়।
► বিশ্বের সবচেয়ে কার্যকর সোলার এনার্জি সেল উদ্ভবক হলেন ড.জামালউদ্দিন (বাংলাদেশ)
► বাংলাদেশের নাটোর জেলায় শিশু শ্রমিকের সংখ্যা বেশী (সর্বনিম্ন পাবনা ও জয়পুরহাট)
… ► রাশিয়া ও জাপানের মধ্যে যে দ্বীপপুঞ্জ নিয়ে বিরোধ : শাখালিন দ্বীপপুঞ্জ।

0 মন্তব্য(গুলি) to :::বিসিএস সাধারন জ্ঞান পর্ব-৪:::

একটি মন্তব্য পোস্ট করুন

Blogger দ্বারা পরিচালিত.

Ads

Social Icons

Featured Posts