► পৃথিবীর প্রাচীনতম উদ্ভিদ : সামুদ্রিক শৈবাল
► কম্পিউটারে কম্পোজ শুরু হয় ১৯৮৭ সাল থেকে।
► মানুষের দর্শনাভূতির স্তায়িত্ব কাল : ০.১ সেকেন্ড
► লেবুতে যে এসিড পাওয়া যায় : সাইট্রিক এসিড
► আমাদের শরীরের সবচেয়ে শক্তিশালী মাসল অবস্থিত আমাদের জিভ-এ।

… ► যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট ১২ বছর ক্ষমতায় ছিলেন : ফ্রাঙ্কলিন রুজভেল্ট (২৬তম বিসিএস)।
► পৃথিবীর প্রায় সব দেশ গুলোতে হাঁচি দিলেই তিনি বলে ওঠেন “আলহামদুলিল্লাহ/sorry etc. তার আশে পাশের মানুষ বলেন ইয়ারহামুকুমুল্লাহ/Bless you”, কারণটা কী জানেন? আপনি যখন হাঁচি দেবেন তখন ১ মিলি সেকেন্ড এর জন্য আপনার হৃত্পিণ্ড থেমে যায়।
■ বিশ্বের প্রথম ওয়েব সাইটের ঠিকানা হল- http://info.cern.ch/
■ তথ্য-প্রযুক্তিতে বাংলাদেশ 63 তম অবস্থানে রয়েছে।
■ ইতিহাসে ওয়েব সাইটের যাত্রা 1991 সালের 6 আগস্ট থেকে শুরু হয়ে বর্তমানে বিশ্বব্যাপী ওয়েব সাইটের সংখ্যা এখন 1968 কোটি।
■ বিশ্বের সর্ববৃহৎ বিমানবন্দর হচ্ছে সৌদিআরবের ‘King Fahd International Airport'(৭৮০ বর্গ কিমি)।
যার আয়তন বাহরাইন (৭৫০ বর্গ কিমি) দেশের চেয়েও বড়।
■ বাংলাদেশের কোন চলচ্চিত…্রটি প্রথম কান চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়? মাটির ময়না
■ বাংলাদেশে মহিলা পুলিশ প্রথম নিয়োগ করা হয় কোন সালে ? – ১৯৭৪
■ বিশ্বের বনভুমির পরিমান সবচেয়ে বেশি? রাশিয়া
► শান্ত সাগর অবস্থিত চাঁদে।
► সুপার নোভা হলো মৃতপ্রায় তারকা।
► পূর্বে শ্যামদেশ নামে পরিচিত ছিল থাইল্যান্ড।
► শীতকালে ব্যাঙের আত্মগোপন করাকে হাইবারনেশন বলে।
► Orange Revolution বা কমলা বিপ্লব সংঘঠিত হয়েছিল ইউক্রেনে।
… ► ফুটবল যুদ্ধ সংঘঠিত হয়েছিল ১৯৬৯ সালে।
► “যুদ্ধই জীবন যুদ্ধই সর্বজনীন” উক্তিটি করেন এডলফ হিটলার।
► কমোডো ন্যাশনাল পার্ক অবস্থিত ইন্দোনেশিয়ায়।
► চীনের মহাপ্রাচীরের দৈর্ঘ্য ৬৪০০কিমি।
Wailing Wall অবস্থিত জেরুজালেমে।
► বিশ্বের কতটি দেশে পোলিও রোগী আছে? -১৬টি।
► জাপানি কমিক সিরিজ ডোরেমন এর স্রষ্টা কে? -হিরোশি ফুজিমাতো এবং মোতে আবিকো।
► বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল সরবরাহকারী নৌপথ কোনটি? -হরমুজ প্রণালী।
► ১৯৮৮ সালের ২৯ ডিসেম্বর বাজারে ছাড়া প্রথম ২ টাকা নোটের ডিজাইনার কে? – রফি উদ্দিন আহমদ।
► দেশের প্রথম টানেল নির্মিত হবে কোথায়? – পতেঙ্গায় কর্ণফুলি নদীর মোহনায়।
… ► দেশের দ্বিতীয় ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি কোথায় অবস্থিত? আগ্রাবাদ, চট্রগ্রাম।
► CPGCB এর পূর্ণরুপ কি? – Coal Power Generation Company of Bangladesh Limited.
► CPGCB কবে গঠিত হয়? – ২০১১ সালের ডিসেম্বরে।
► স্যান্ড বারলার ক্র্যাব এমন এক প্রজাতীর কাঁকড়া যাদের নাক নেই। তারা পা দিয়েই বিশেষভাবে তাদের নিঃশ্বাস নিয়ে থাকে।
► আমাজনকে “পৃথিবীর ফুসফুস” বলা হয়। কারন, এটি পৃথিবীতে মোট উৎপাদিত অক্সিজেনের ২০% একাই সরবরাহ করে।
► “লাইকা” পৃথিবীর প্রথম নভোচারী। লাইকা একটি মেয়ে কুকুর। ১৯৫৭ সালে লাইকা প্রথম মহাকাশ ভ্রমণ করে মানুষের পক্ষ থেকে।
► পুরো অ্যান্টারটিকা মহাদেশ জুড়েই কোনো সাপ নেই।
► জেলি ফিশের শরীরের ৯…৫ ভাগই পানি।
► ২৩ মে ২০১০ প্রথম বাংলাদেশী হিসেবে এভারেষ্ট জয় করেন : মুসা ইব্রাহীম।
► রেলপথ মন্ত্রনালয় গঠন করা হয় ৪ ডিসেম্বর ২০১১।
► মানুষের আঙুল আর ঠোটের ছাপ কারোটা কারো সাথে মেলেনা। এবার জেনে রাখুন জেব্রাদের গেয়ে যে কালো ডোরা কাটা দাগ থাকে তা দেখতে সবগুলির এক রকম মনে হলেও আসলে কিন্তু ওদের একজনের গায়ের দাগের সাথে অন্য জনের গায়ের দাগ মিলবেনা। আর এই দাগের পার্থক্যেই ওরা একজন আরেকজনকে আলাদা করে চিনতে পারে।
► আমবার্টা হিমবাহ হচ্ছে অ্যান্টার্কটিকার সবচেয়ে লম্বা হিমবাহ (২৪৯ মাইল)।
► বাংলাদেশে ১৯৯২ সাল থেকে ডিশ এন্টেনা ব্যবহারের সরকারী সিদ্ধান্ত হয়।
► ঢাকা সিটি কর্পোরেশন দুভাগে বিভক্ত হয়: ৪ ডিসেম্বর, ২০১১।
► বাচ্চা বিড়াল চোখ বন্ধ অবস্থায় জন্মায়। ৭ থেকে ১৪ দিন এভাবে চোখ
বন্ধ অবস্থাতেই থাকে।
► ভুটান হল বিশ্বের প্রথম ধূমপানমুক্ত দেশ।

► বাংলাদেশের প্রথম অনলাইন সংবাদ সংস্থার নাম বিডিনিউজ২৪.কম।
► পৃথিবীর প্রায় ৩২.২ মিলিয়ন মানুষ HIV ভাইরাস দ্বারা আক্রান্ত।
ভালো লাগলে লাইক দিতে ভুলবেননা এতে আমরা উৎসাহিত হই।
► সর্বাধিক সীমানা-বেষ্টিত দেশ দুটি হচ্ছে চীন ও রাশিয়া (উভয় দেশ ১৪টি দেশ কর্তৃক সীমানা-বেষ্টিত)।
► বিশ্বের উচ্চতম দ্বীপ : নিউগিনি (সমুদ্র সমতল থেকে যার উচ্চতা ৫০৩০ মিটার বা ১৬৫০০ ফুট)।
► আফ্রিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্খের নাম – কিলিমাঞ্জারো।
► ঢাকার প্রাচীনতম মসজিদ হল – বিনত বিবির মসজিদ।
► রকস মিউজিয়াম অবস্থিত – পঞ্চগড়ে।
… ► বাংলাদেশে প্রথম ভিক্ষুক জরিপ চালানো হয় কবে? – ৩০ সেপ্টেম্বর ২০১১।

0 মন্তব্য(গুলি) to :::বিসিএস সাধারন জ্ঞান পর্ব-০১:::

একটি মন্তব্য পোস্ট করুন

Blogger দ্বারা পরিচালিত.

Ads

Social Icons

Featured Posts