বিসিএস সাধারন জ্ঞান

Posted by Md. Mamunur Rashid On 0 মন্তব্য(গুলি)
1. "ফালকিং" কোন জেলার পূর্বনাম? C. কক্সবাজার
2. বাংলাদেশের কুয়েত সিটি বলা হয় কোন অঞ্চলকে? B. খুলনা
3. আর্যদের ধর্মগ্রন্থের নাম কি? A. বেদ
4. বাংলার প্রাচীন জনপদ গুলোর মধ্যে প্রাচীনতম কোনটি? D. পুন্ড্র

5. মধ্যযুগের অন্তর্গত কোন যুগকে অন্ধকার যুগ বলে? B. তুর্কি যুগ
6. ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে মধ্যযুগের প্রাচীন কবি কে? B. বড়ু চন্ডীদাস
7. মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্যের উৎস কি? A. রামায়ণ
8. "হরি" শব্দের সমার্থক শব্দ কোনটি? B. মৃগেন্দ্র
9. সর্বপ্রথম যে উফশী ধান চালু হয়ে এখনও বর্তমান আছে তা হলোঃ A. ইরি-8
10. বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়ঃ B. 5 জুন
11."A Piece of Cake" means: A. Very easy task
12. Group Verb "Get off" means: A. ত্যাগ করা, D. শাস্তি না পাওয়া
13. 2011 সালে রেমিটেন্স আহরণে শীর্ষ দেশঃ A. ভারত
14. 2011 সালে কোন দেশ IRENA-এর 87 তম সদস্য পদ লাভ করে? C. পানামা
15. গ্যাস ব্যবহারে দেশে প্রথম প্রি-পেইড মিটার চালু করে কোন কোম্পানি? D. তিতাস

16 .নভোথিয়েটারের স্থপতি কে? উঃ আলী ইমাম
17.বাংলা সনের প্রবর্তক কে? উঃ সম্রাট আকবর
18.বাংলাদেশে কোন আদিবাসী সংখ্যা সবচেয়ে বেশি? উঃ চাকমা

19.সেনেগাল কোন দেশের উপনিবেশ ছিল? উঃ ফ্রান্স
20.পশ্চিম তীর কোন নদীর তীরে অবস্থিত? উঃ জর্ডান নদী
21.নিউইয়র্কের ওয়াল স্ট্রীট কিসের জন্য বিখ্যাত? উঃ বাণিজ্য কেন্দ্র
২২.বাংলাদেশের রাষ্ট্রপতির ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীর নাম কি? উঃ পিজিআর
২৩.বাংলাদেশের বিভিন্ন ধাতব ও কাগজের মুদ্রা

নিয়ে প্রকাশিত গবেষণা গ্রন্থঃ কড়ি টু টাকা
২৪.কড়ি টু টাকা গ্রন্থের রচিয়তাঃ সিদ্দিক মাহমুদুর রহমান এবং তার ৫ সহযোগী।
  ২৫.থার্ড ওয়ার্ল্ড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সেরা চলচ্চিত্রঃ গহীনে শব্দ
২৬."গহীনে শব্দ" চলচ্চিত্রের পরিচালকঃ খালিদ মাহমুদ মিঠু।
২৭.আব্রাহাম লিংকন কে নিয়ে নির্মিতব্য চলচ্চিত্রের পরিচালকঃ স্টিভেন স্পিলবার্গ।
২৮.চলচ্চিত্রটি নির্মিত হবে ডরিস কেযার্নস গুডউইনের "টিম অব রাইভেলস" বই অবলম্বনে।
২৯.উইকিলিকসের প্রতিষ্ঠাতার বায়োগ্রাফিঃ জুলিয়ান এসাঞ্জ: দ্যা আনঅথরাইজড অটোবায়োগ্রাফি

বিসিএস সাধারন জ্ঞানঃ আন্তর্জাতিক
৩০.পৃথিবীর ছাদ বলা হয় : পামির মালভূমিকে।
৩১.ইউরোপীয় ইউনিয়ন গঠিত হয় : রোম চুক্তির মাধ্যমে।
৩২.আন্তর্জাতিক নদী বলা হয় : দানিয়ুব নদীকে।
৩৩.পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান : ভারতের।

 ৩৪.‘এক দেশ দুই পদ্ধতি নীতি’ চালু : চীনে।
৩৫.বিখ্যাত ট্রয় নগরী অবস্থিত : তুরষ্কে।
৩৬.সমুদ্রের বধূ বলা হয় : গ্রেট ব্রিটেনকে।
৩৭.পৃথিবীর সর্বাপেক্ষা খর্বাকায় জাতি : পিগমি।
৩৮.সানডে টাইমস পত্রিকাটি প্রকাশিত হয় : লন্ডন থেকে।
৩৯.ইতিহাসের শ্রেষ্ঠ নির্মাতা বলা হয় : মিশরীয়দেরকে।
৪০.পূর্বে চীনে যে নামে পরিচিত ছিল : ক্যাথে।
৪১.উত্তর আমেরিকার আদিম অধিবাসীকে বলা হয় : রেড ইন্ডিয়ান।

0 মন্তব্য(গুলি) to বিসিএস সাধারন জ্ঞান

একটি মন্তব্য পোস্ট করুন

Blogger দ্বারা পরিচালিত.

Ads

Social Icons

Featured Posts