১.‘আকীদা’–অর্থ কি?
ক বিশ্বাসমালা
খ বিশ্বাসসমূহ
গ বিশ্বাস
ঘ বিশ্বাসী
২.ঈমানের কতগুলো মূল বিষয়সমূহের প্রতি বিশ্বাস রাখতে হয়?
ক ৩টি
খ ৫ টি
গ ৭ টি
ঘ ৯ টি
৩. ঈমানের প্রথম কথা কি?
ক আকীদা
খ আলস্নাহর প্রতি বিশ্বাস
গ তাওহীদের প্রতি বিশ্বাস
ঘ তাওহীদ
৪.মানব সমাজে বিবাদ ও বিভেদ সৃষ্টি হয়—–
ক কুফরী দ্বারা
খ মুনাফেকী দ্বারা
গ শিরকী দ্বারা
ঘ অহংকার দ্বারা
নভো ও ভূমন্ডলে সবকিছু আলস্নাহর সৃষ্টি। সবকিছু তাঁর আদেশের বাইরে কোন কিছু ঘটেনা। সবকিছু তার অনুগত। স্বাধীন প্রাণি মানুষ এর উচিত তাঁর আদেশ নিষেধ মেনে চলা। তাঁকে একক সত্তা হিসেবে স্বীকার ও বিশ্বাস করাকেই তাওহীদ বলে। সকল নবী এই তাওহীদ এবং আখিরাতের কথাই বেশি প্রচার করেছেন।
উপরের অনুচ্ছেদ অনুসরণ করে ৫ নং ও ৬ নং প্রশ্নের উত্তর দাও।
৫.তাওহীদে বিশ্বাসের ফলে কীভাবে উদার দৃষ্টিভঙ্গির  সৃষ্টি হয়?
(i) একক সৃষ্টিকর্তা হিসেবে সকল মানুষ সমমর্যাদাসম্পন্ন।
(ii) মানুষ কোন সৃষ্টিকর্তাকে উপাসনা করার হাত থেকে রেহাই পায়।
(iii) মানুষের মধ্যে আত্মমর্যাদা ও আত্মসচেতনতা জেগে উঠে।
নিচের কোনটি সঠিক?

ক (i)
খ (ii)
গ (iii)
ঘ (i), (ii)ও (iii)
৬.মহানবী (সাঃ) তাওহীদ ও আখিরাতের কথা কখন বেশি প্রচার করেন?
(i) প্রাক ইসলামী জীবনে।
(ii) মাক্কী জীবনে।
(iii) মাদানী জীবনে।
নিচের কোনটি সঠিক?
ক (i)
খ (ii) 
গ (iii)
ঘ (i), (ii)ও (iii)
৭.নবীদের  শিক্ষা প্রচারের ভিত্তি কি ছিল?
ক দ্বীন
খ আকীদা
গ ঈমান
ঘ তাওহীদ
৮.কিসে বিশ্বাস ইহজীবনের আমল সম্মন্ধে সতর্ক করে তোলে?
ক আসমানী কিতাবে বিশ্বাস
খ তাকদীরে  বিশ্বাস
গ ফিরিশতাদের  প্রতি বিশ্বাস
ঘ আখিরাতে বিশ্বাস
৯.শরীয়াতের মূল কাঠামো কিসের উপর দন্ডায়মান?
ক কুরআন ও হাদীস
খ হাদীস ও ফিকাহ
গ কুরআন পাক
ঘ কুরআন ও ফিকাহ
১০.শানে নুযুল জানার উপকারিতা কয়টি?
ক ২টি
খ ৩টি
গ ৪টি
ঘ ৫টি
১১. কুরআনের বিকৃতি ঘটবেনা কেন?
(i)এটি  লাওহে মাহফুজে সংরক্ষিত।
(ii) এটির হেফাজতকারী আলস্নাহ।
(iii)এটি লক্ষ লক্ষ মানুষ মুখস্থ করেছে।
নিচের কোনটি সঠিক?
ক (i)
খ (ii)
গ (iii)
ঘ (i), (ii)ও (iii)
১২.ওয়াজিব পরিত্যাগ করলে  কি হয়?
(i) ঈমান থাকেনা।
(ii) শাসিত্ম পেতে হয়।
(iii) বড় গুনাহ হয়।
নিচের কোনটি সঠিক?
ক (i)
খ (ii)
গ (iii)
ঘ (i), (ii)ও (iii)
১৩.কে প্রথম সরকারিভাবে হাদীস লেখার হুকুম দেন?
ক হযরত ওমর(রাঃ)
খ হযরত উমাইয়া(রাঃ)
গ হযরত দ্বিতীয়ওমর(রাঃ)
ঘ হাজ্জজ বিন ইউসুফ
১৪.বিশ রাকাত তারবীহের সালাত কিসের দ্বারা প্রতিষ্ঠিত?
ক কুরআন দ্বারা
খ হাদীস দ্বারা
গ ইজমা দ্বারা
ঘ কিয়াস দ্বারা
১৫. মুসত্মাহাব এর অপর নাম কি ?
ক গায়রে মুয়াক্কাদাহ
খ সুন্নাত
গ মনদুব
ঘ সুন্নাতে যায়িদাহ
১৬.লটারি শরীয়াতের দৃষ্টিতে——
ক মাকরূহ
খ মুবাহ
গ হারাম
ঘ জায়েজ
১৭.আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়  যে ইবাদাত করি সেগুলো—
ক ২ পর্যায়ের
খ ৩ পর্যায়ের
গ ৪ পর্যায়ের
ঘ ৫ পর্যায়ের
১৮.আল্লাহর আনুগত্য প্রকাশের সর্বশ্রেষ্ঠ পন্থা হল—
ক রোযা রাখা
খ হাজ্জ পালন করা
গ সালাত কায়েম করা
ঘ যাকাত প্রদান করা
১৯.মুশরিকদের ধ্বংস অনিবার্য কেন?
ক তারা বেঈমান
খ যাকাত দেয়না
গ মূর্তি পুজা করে
ঘ তাওহীদে বিশ্বাসী নয়
২০.জিহাদে যারা প্রাণ দান করেন তাদের কি বলা হয়?
ক গাযী
খ মকতুল
গ মুজাহিদ
ঘ শহীদ
২১.আমাদের  জীবন কখন উন্নত হবে?
(i) যদি পিতামাতার কথামত চলি।
(ii) যদি তাদের সেবা করি।
(iii) যদি পূণ্য কাজ করি।
নিচের কোনটি সঠিক?
ক (i) ও (ii)
খ (ii) ও (iii)
গ (i) ও (iii)
ঘ (i), (ii) ও (iii)
২২.প্রতিবেশিকে কষ্ট দেয়া কি রকম গুনাহ?
(i) গুনাহে সগীরা।
(ii) গুনাহে কবীরা।
(iii) গুনাহে আকবর।
নিচের কোনটি সঠিক?
ক (i)
খ (ii)
গ (iii)
ঘ (i), (ii)ও (iii)
২৩.নারীরা যে কোন বৈধ করতে পাওে যদি তারা—
ক পর্দা করে
খ বোরকা পরিধান করে
গ শালীনতা বজায় রাখে
ঘ পুরুষদের এড়িয়ে চলে
২৪.সচ্চরিত্রের মূল জীবনী শক্তি কি?
ক ঈমান
খ তাকওয়া
গ আমল
ঘ আখলাকে হামীদাহ
২৫.মিথ্যার আরবী প্রতিশব্দ হল—
ক সিদক
খ সাদিক
গ কিযব
ঘ কাযিব
২৬.আমানতের বিপরীত কাজ হল—
ক খায়িন
খ খাওয়ান
গ খিয়ানত
ঘ খায়িনুনু
২৭.হে ঈমানদারগণ, তোমরা চুক্তিসমূহ পূর্ণ কর।কোন সূরা?
ক সূরা আ’রাফ
খ সূরা নিসা
গ সূরা মায়িদা
ঘ সূরা আনআম
২৮.অন্যায়কারীরা কখন অন্যায়ের মাত্রা বাড়িয়ে দেয়?
ক সমাজে অন্যায় প্রবেশ করলে
খ সুযোগ পেলে
গ রাষ্ট্রীয় সহযোগিতা পেলে
ঘ সমাজ কলুষিত হলে
২৯.আসহাবে সুফ্ফা অর্থ কি?
ক ঘরের অধিবাসী
খ বারান্দার অধিবাসী
গ মসজিদের অধিবাসী
ঘ আত্নার পরিশুদ্ধকারী
৩০.কারা চরম অকৃতজ্ঞ?
ক যারা কৃতজ্ঞতা প্রকাশ করেনা
খ যারা দেশদ্রোহী
গ যারা দেশকে ভালবাসেনা
ঘ যারা অধার্মিক
৩১.একজন মুসলিমকে কুরআন শিখতে হবে———-
(i) মানবজাতির কল্যাণের জন্য।
(ii) দুনিয়া ও আখিরাতের কল্যাণের জন্য।
(iii) মুসলিমদের  কল্যাণের জন্য।
নিচের কোনটি সঠিক?
ক (i)
খ (ii)
গ (iii)
ঘ (i), (ii) ও (iii)
৩২.হেরোইন সেবনকারীর পরিণতি কি হতে পারে?
(i) জ্ঞানবৃদ্ধি লোপ পায়।
(ii) শারীরিক শক্তি বৃদ্ধি পায়।
(iii) সমাজ কর্তৃক ঘৃণিত হয়।
নিচের কোনটি সঠিক?
ক (i) ও (ii)
খ (ii) ও (iii)
গ (i) ও (iii)
ঘ (i), (ii) ও (iii)
৩৩.অসৎসঙ্গীর চেয়ে একাকীত্ব ভাল—কার উক্তি?
ক আল্লাহর
খ ইমাম গায্যালী(রাঃ)
গ হযরত জাফর সাদিক(রাঃ)
ঘ রাসূল (সাঃ)
৩৪.অন্যের  দোষ বলাকে কি বলে?
ক গীবত
খ অপবাদ
গ পরনিন্দা
ঘ নিন্দাবাদ
৩৫.হযরত মুহাম্মদ(সাঃ) এর দুধভায়ের নাম কি ছিল?
ক আবদুর রহমান
খ আবদুল মানাফ
গ আবদুলস্নাহ
ঘ আবদুল আওয়াল
৩৬.মহানবী (সাঃ) ৬২২ খ্রিঃ এর কত তারিখ মদীনায় পৌঁছান?
ক ২৪ অগাস্ট
খ ২৪ সেপ্টেম্বর
গ ২৪ অক্টোবর
ঘ ২৪ নভেম্বর
৩৭ কোন খলিফা কুসিত্মগীর ছিলেন?
ক হযরত আবু বকর(রাঃ)
খ হযরত ওমর(রাঃ)
গ হযরত ওসমান(রাঃ)
ঘ হযরত আলী(রাঃ)
৩৮ কোন খলিফা বিজ্ঞানাগার প্রতিষ্ঠা করেন?
ক খলিফা আল মানসুর
খ হারুনর রশীদ
গ খলিফা আল মামুন
ঘ হাজ্জাজ বিন ইউসুফ
নাদিয়া ইন্টারনেটে ব্রাউজ করার সময় বিভিন্ন সাইটে প্রবেশ করে। অনাকাঙ্কিতভাবে কখনও কখনও এমন সব সাইটে প্রবেশ করে সে সব গিয়ে সে আশ্চর্য হয়ে যায়, এতো সাইটও থাকে। তখন নানা রকম কুচিমত্মা মাথায় আসে। সে  নিজেকে কঠিনভাবে সেসব সাইট থেকে আসতাগফিরম্নলস্নাহ পড়ে পড়ে তাড়াতাড়ি বের হয়ে আসে।
উপরের অনুচ্ছেদ অনুসরণ করে ৩৯ নং ও ৪০ নং প্রশ্নের উত্তর দাও।
৩৯. নাদিয়ার কুচিমত্মা প্রতিহত করা কিসের শামিল?
(i) বৃহত্তর জিহাদ।
(ii) জিহাদে সগীর।
(iii) বাতেনী জিহাদ
নিচের কোনটি সঠিক?
ক (i)
খ (i) ও (ii) 
গ (ii) (iii)
ঘ (i) ও (iii)
৪০.কাকে দমন করতে পারলে জান্নাতের পথ সুগম হবে?
(i) কুপ্রবৃত্তি।
(ii) গুনাহের প্রবৃত্তি।
(iii) শয়তান।
নিচের কোনটি সঠিক?
ক (i)
খ (i) ও (ii) 
গ (ii) (iii)
ঘ (i) ও (iii)
উত্তরঃ
1 2 3 4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17 18 19 20
21 22 23 24 25 26 27 28 29 30
31 32 33 34 35 36 37 38 39 40

Share this:

0 মন্তব্য(গুলি) to আকাইদ (বহুনির্বাচনী), জেডিসি,

একটি মন্তব্য পোস্ট করুন

Blogger দ্বারা পরিচালিত.

Ads

Social Icons

Featured Posts