ল প্রথমপর্ব’ অধ্যায়ে আমরা বল সম্পর্কিত বিজ্ঞানী নিউটনের সূত্র তিনটি পড়ব। সূত্র তিনটি হলঃ
প্রথম সূত্রঃ কোনো বস্তুর উপর প্রযুক্ত মোট বল শুন্য হলে বস্তুটি স্থিরবেগে গতিশীল থাকবে। এক্ষেত্রে স্থির বেগ শুন্যও হতে পারে।অর্থাৎ বস্তুটির ত্বরণ শুন্য হবে। এটাকে এভাবেও বলা যায় … কোনো বস্তুর উপর মোট প্রযুক্ত মোট বল শুন্য হলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে গতিশীল থাকবে।
দ্বিতীয় সূত্রঃ কোনো বস্তুর উপর যদি প্রযুক্ত মোট বল শুন্য না হয় তাহলে বস্তুটি ত্বরণপ্রাপ্ত হয়। (মানে এর গতির পরিবর্তন হয়।) এক্ষেত্রে ত্বরণের দিক হচ্ছে প্রযুক্ত বলের দিকে। আর বলের পরিমাণ হিসাব করা হয় বস্তুর ভর ও ত্বরণের গুণফল থেকে।
তৃতীয় সূত্রঃ ধরা যাক একটি বস্তু A আরেকটি বস্তু B. যদি A বস্তুটা B বস্তুর উপর বল প্রয়োগ করে তাহলে B বস্তুটাও A বস্তুর উপর বল প্রয়োগ করবে। এই দুই বলের মান সমান কিন্তু এরা পরস্পরের বিপরীত। এদেরকে ক্রিয়া-প্রতিক্রিয়া বল বলা হয়।
একটা কথা ভাল করে মনে রাখতে হবে। ক্রিয়া-প্রতিক্রিয়া বল ভিন্ন ভিন্ন বস্তুর উপর কাজ করে। একই বস্তুর উপর নয়।
সংশ্লিষ্ট অধ্যায়ের আলোচনায় আমরা এগুলো আমরা আরো বিস্তারিতভাবে আলোচনা করব। মোটামুটি যেসব বিষয় আলোচনা করব তার সারসংক্ষেপ হচ্ছেঃ
বল প্রথমপর্বঃ
প্রথম সূত্রঃ কোনো বস্তুর উপর প্রযুক্ত মোট বল শুন্য হলে বস্তুটি স্থিরবেগে গতিশীল থাকবে। এক্ষেত্রে স্থির বেগ শুন্যও হতে পারে।অর্থাৎ বস্তুটির ত্বরণ শুন্য হবে। এটাকে এভাবেও বলা যায় … কোনো বস্তুর উপর মোট প্রযুক্ত মোট বল শুন্য হলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে গতিশীল থাকবে।
দ্বিতীয় সূত্রঃ কোনো বস্তুর উপর যদি প্রযুক্ত মোট বল শুন্য না হয় তাহলে বস্তুটি ত্বরণপ্রাপ্ত হয়। (মানে এর গতির পরিবর্তন হয়।) এক্ষেত্রে ত্বরণের দিক হচ্ছে প্রযুক্ত বলের দিকে। আর বলের পরিমাণ হিসাব করা হয় বস্তুর ভর ও ত্বরণের গুণফল থেকে।
তৃতীয় সূত্রঃ ধরা যাক একটি বস্তু A আরেকটি বস্তু B. যদি A বস্তুটা B বস্তুর উপর বল প্রয়োগ করে তাহলে B বস্তুটাও A বস্তুর উপর বল প্রয়োগ করবে। এই দুই বলের মান সমান কিন্তু এরা পরস্পরের বিপরীত। এদেরকে ক্রিয়া-প্রতিক্রিয়া বল বলা হয়।
একটা কথা ভাল করে মনে রাখতে হবে। ক্রিয়া-প্রতিক্রিয়া বল ভিন্ন ভিন্ন বস্তুর উপর কাজ করে। একই বস্তুর উপর নয়।
সংশ্লিষ্ট অধ্যায়ের আলোচনায় আমরা এগুলো আমরা আরো বিস্তারিতভাবে আলোচনা করব। মোটামুটি যেসব বিষয় আলোচনা করব তার সারসংক্ষেপ হচ্ছেঃ
বল প্রথমপর্বঃ
- বল এবং Interaction, প্রাথমিক ধারনা।
- Superposition of Force
- নিউটনের প্রথম সূত্র
- জড়তা কাঠামো* (Inertial Franes of reference)
- নিউটনের দ্বিতীয় সূত্র
- ভর, বল, ভরবেগের ধারনা
- ভরবেগের সংরক্ষণশীলতা
- ভর ও ওজন
- অবস্থানভেদে ‘g’ এর তারতম্য
- নিউটনের তৃতীয় সূত্র
- মুক্ত বস্তু চিত্র (free body diagram)
- প্রথম সূত্রের প্রয়োগ
- দ্বিতীয় সূত্রের প্রয়োগ
- আপাত ওজন, আপাত ওজন হ্রাস
- ঘর্ষণ বল, গতীয় ঘর্ষণ, স্থিতি ঘর্ষণ
- গতির উপর বলের প্রভাব
physiowiki তাপ ব্যাপন কাকে বলে? একটু বলবেন plizzzz