> বাংলাদেশের ইক্ষু গবেষণা ইনষ্টিটিউট
অবস্থিত : ঈশ্বরদী। (২৭ তম BCS)
> বাংলাদেশের পোস্টাল
একাডেমী অবস্থিত : রাজশাহী। (২৭ তম
BCS)
> ঢাকায় বাংলার সর্বপ্রথম রাজধানী হয় :
১৬১০ সালে। (১০ তম BCS)
> হরিপুরে তেলক্ষেত্র আবিষকৃত হয় : ১৯৮৬
সালে। (১১ তম BCS)
> বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম :
শেখ মুজিবুর রহমান। (২৯ তম BCS)
> বাকল্যান্ড বাঁধ যে নদীর
তীরে অবস্থিত : বুড়িগঙ্গা। (১৩ তম BCS)
> দহগ্রাম ছিটমহল যে জেলায় অবস্থিত :
লালমনিরহাট। (১৩ তম BCS)
> বাংলার নববর্ষ পহেলা বৈশাখ চালু
করেন : সম্রাট আকবর। (১০ তম BCS)
> মিশুকের স্থপতি : হামিদুজ্জামান খান।
(১১ তম BCS)
> ‘মুজিব নগর’ অবস্থিত : মেহেরপুর জেলায়।
(২০ তম BCS)
> ‘সোয়াচ অব নো গ্রাউন্ড’ হলো :
বঙ্গোপসাগরের একটি খাদ্যের নাম। (১৭
তম BCS)
> বাংলা একাডেমী প্রতিষ্ঠিত হয় : ১৯৫৫
সালে। (১৬ তম BCS)
> পাখি ছাড়া বলাকা ও দোয়েল হচ্ছে :
দুটি উন্নত জাতের গম। (১০ তম BCS)
> বাংলাদেশের জাতীয় পতাকার অনুপাত :
১০: ৬ বা ৫ : ৩ (১১ তম BCS)
> জাতীয় স্মৃতি সৌধের স্থপতি : মইনুল
হোসেন। (১৩ তম BCS)
> ‘সাবাস বাংলাদেশ’ ভাস্কর্যটির
শিল্পী : নিতুন কুণ্ডু। (২৬ তম BCS)
> ‘কান-জীর মন্দির’ অবস্থিত :
দিনাজপুরে।(২৬ তম BCS)
> বাংলাদেশের একমাত্র কিশোরী সংশোধন
প্রতিষ্ঠানটি অবসি'ত : কোনাবাড়ি,
গাজীপুর। (২৫ তম BCS)
> বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর :
বেনাপোল। (২৪ তম BCS)
> বাংলা একাডেমীল মূল ভবনের নাম ছিল :
বর্ধমান হাউজ। (২২ তম BCS)
> বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা :
পঞ্চগড়। (২২ তম BCS)
> তুলা চাষের জন্য বেশী উপযোগী : যশোর।
(১১ তম BCS)
> উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল
ছিলেন : মাউন্টব্যাটেন। (১৬ তম BCS)
> ‘বাসস’ হলো : একটি সংবাদ সংস্থার
নাম। (১১ তম BCS)
0 মন্তব্য(গুলি) to BCS বিগত পরীক্ষার প্রশ্ন