• প্রশ্ন ;- আয়তনে বাংলাদেশের ক্ষুদ্রতম পৌরসভা কোনটি ?
    উত্তর ;- ভেদরগঞ্জ,শরীয়তপুর।
  • প্রশ্ন ;- বাংলাদেশের কোন জেলায় শিশু শ্রমিকের সংখ্যা বেশী ?
    উত্তর ;- নাটোর(সর্বনিম্ন পাবনা ও জয়পুরহাট)
  • প্রশ্ন ;- ১৫ ডিসেম্বর ২০১০ কোন স্হানকে দেশের ৩১২তম পৌরসভা ঘোষনা করা হয় ?
    উত্তর ;- কুয়াকাটা,পটুয়াখালী।
  • প্রশ্ন ;- বাংলাদেশের তৈরী পোষাক আমদানীতে শীর্ষ দেশ কোনটি ?
    উত্তর ;- মার্কিন যুক্তরাষ্ট্র(দ্বিতীয় জাপান)
  • প্রশ্ন ;- বিশ্বের সবচেয়ে কার্যকর সোলার এনার্জি সেল উদ্ভবক কে ?
    উত্তর ;- ড.জামালউদ্দিন (বাংলাদেশ)
  • প্রশ্ন ;- ৮ জানুয়ারিতে ২০১১ প্রধানমন্ত্রী কোনটিকে সিটি কর্পোরেশনে উন্নতি করার ঘোষনা দেন ?
    উত্তর ;- রংপুর।
  • প্রশ্ন ;- বাংলাদেশ রাইফেসলস (BDR)-এর পরিববর্তিত নাম কি?
    উত্তর ;- “বর্ডার গার্ড বাংলাদেশ” (BGB)
  • প্রশ্ন ;- বর্ডার গার্ড বাংলাদেশ কবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন ?
    উত্তর ;- ২৩ জানুয়ারী,২০১১।
  • প্রশ্ন ;- কৃষি বিষয়ক বেতার কেন্দ্র চালু হচ্ছে কোন বিশ্ববিদ্যালয়ে ?
    উত্তর ;- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে।
  • প্রশ্ন ;- সোমালিয়ার জলদস্যরা বাংলাদেশের যে জাহাজটি ছিনতাই করে তার নাম কি ?
    উত্তর ;- এমভি জাহান মনি।
  • প্রশ্ন ;- দেশের বৃহত্তম সৌর বিদ্যু কেন্দ্র কোথায় অবস্হিত ?
    উত্তর ;- স্বন্দ্বীপ,চট্টগ্রাম।
  • প্রশ্ন ;- সম্প্রতি কোন গাছকে জাতীয় বৃক্ষ (গাছ) ঘোষনা করা হয় ?
    উত্তর ;- আম।
  • প্রশ্ন ;- জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে শান্তিরক্ষী প্রেরনে শীর্ষ দেশ কোনটি ?
    উত্তর ;- বাংলাদেশ।
  • প্রশ্ন ;- দেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্তিম লেক কোনটি ?
    উত্তর ;- মহামায়া লেক(মিরসরাই.চট্টগ্রাম) বৃহত্তম লেক হলো কাম্তাই লেক।
  • প্রশ্ন ;- সম্প্রতি দেশে চালুকৃত নতুন টেলিভিশন চ্যানেলের নাম কি ?
    উত্তর ;- সংসদ বাংলাদেশ টেলিভিশন।
  • প্রশ্ন ;- বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটার কোনটি ?
    উত্তর ;- তিহান-১
  • প্রশ্ন ;- বিশ্বের বৃহত্তম নারী বিশ্ববিদ্যালয়ের নাম কি ?
    উত্তর ;- রিয়াদ উইমেন্স বিশ্ববিদ্যালয়।
  • প্রশ্ন ;- সামাজিক যোগাযোগ সাইট “টুইটার” এর প্রতিষ্ঠাতা কে ?
    উত্তর ;- বিজ স্টোন।
  • প্রশ্ন ;- “উইকিলিকস” এর প্রতিষ্ঠাতা কে ?
    উত্তর ;- জুলিয়ান অ্যাসাঞ্জ(অস্ট্রেলিয়া)
    trong>

0 মন্তব্য(গুলি) to বি সি এস প্রস্তুতি- ০3 (সাধারন জ্ঞান)

একটি মন্তব্য পোস্ট করুন

Blogger দ্বারা পরিচালিত.

Ads

Social Icons

Featured Posts