কোর্সের সংক্ষিপ্ত বর্ণনা:
উচ্চমাধ্যমিক শ্রেণীতে রসায়ন খুব গুরুত্বপুর্ণ একটি সাবজেক্ট। এটি ভালভাবে আয়ত্ত করা উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য যেমন গুরুত্বপুর্ণ তারচেয়ে বেশি গুরুত্বপুর্ণ ভবিষ্যতে বিভিন্ন উচ্চশিক্ষার প্রতিষ্ঠানে নিজের জায়গা করে নেয়া এবং সেখানেও পড়াশুনায় রসায়নের বেসিক অত্যন্ত গুরুত্বপুর্ণ।কিন্তু বেশিরভাগ শিক্ষার্থী রসায়নকে অনেক কঠিন মনে করে অবহেলা করে থাকে যা পরবর্তীতে তাদের জন্য বিরাট কুফল বয়ে আনে।কারণ উচ্চমাধ্যমিক পর্যায়ে রসায়নের বেসিক ক্লিয়ার করে না নিলে পরবর্তীতে সে গ্যাপ আর পূরণ করা যায়না।তাই আমার এই কোর্সটি সাজানো হয়েছে অত্যন্ত সিস্টেমেটিক উপায়ে ও সহজভাবে যা দ্বারা এইচ.এস.সি লেভেলের সব পর্যায়ের স্টুডেন্টরা উপকৃত হবে বলে আশা করি।বিশেষতঃ থিওরী ও ম্যাথম্যাটিকাল প্রবলেম দুটো বিষয়কেই সমান গুরুত্ব দিয়েই কোর্সটি তৈরি করা হয়েছে,এটি স্টুডেন্টদের জন্য একটি সুন্দর গাইডলাইন হিসাবে কাজ করবে বলে আমি আশা করি। কোর্স লেকচারগুলো ভালভাবে অনুসরণ করলে ক্লাস পরীক্ষায় তো বটেই ভবিষ্যতে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভাল করা অনেক সহজ হবে।
0 মন্তব্য(গুলি) to এইচ.এস.সি রসায়ন কোর্স