১। সাধারণ ধর্মবাচক পদের সাথে উপমানবাচক পদেও যে সমাস হয় তাকে কোন কর্মধারয় বলে?
ক) সাধারণ কর্মধারয় খ) রূপক কর্মধারয়
গ) উপমিত কর্মধারয় ঘ)উপমান কর্মধারয়
২। ধ্বনি উৎপাদনের মূল উপকরণ বা উচ্চারক কোনটি ?
ক) কণ্ঠ ও জি্হবা খ) জিহবা ও ওষ্ঠ
গ) জিহবা ও তালু ঘ) তালু ও নাসিকা
৩। বাক্যের অপরিবর্তনীয় পদ কোনটি?
ক) ক্রিয়া খ) সর্বনাম
গ) বিশেষ্য ঘ) অব্যয়
৪। কোনটি দেশী শব্দ?
ক) হরতাল খ) কুলা
গ) চাকর ঘ) চাহিদা
৫। দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে কি বলে?
ক) বিষমীভবন খ) সমীভবন
গ) ধ্বনি বিপর্যয় ঘ) ব্যঞ্জন বিকৃতি
৬। ’গমণ’ কোন প্রত্যয় সাধিত শব্দ?
ক) তদ্ধিত খ) কৃৎ
গ) সংস্কৃত তদ্ধিত ঘ) বাংলা তদ্ধিত
৭। কোনগুলো কণ্ঠ্য ধ্বনি ?
ক) চ,ছ,জ,ঝ,ঞ খ) ক,খ,গ,ঘ,ঙ
গ) ট,ঠ,ড,ঢ.ণ ঘ) ত,থ,দ,ধ,ন
৮। কোন জাতীয় শব্দের বানানে মূর্ধণ্য ব্যবহৃত হয় ?
ক) তৎসম খ) অর্ধতৎসম
গ) তদ্ভব ঘ) বিদেশী
৯। ’বিগড়’ ধাতুটি কোন অর্থে ব্যবহৃত হয়?
ক) প্রণাম করা খ) মূর্তি সংক্রমত্ম
গ) নষ্ট হওয়া ঘ) উঁচু হওয়া
১০। ব্যাকরণের কাজ কি?
ক) ভাষার বিচার বিশ্লেষণ
খ) ভাষার উন্নতি
গ) ভাষার নিয়ম শৃংখলা
ঘ) ভাষার নিয়ম প্রতিষ্ঠা
১১। কোনটি মিশ্র শব্দ?
ক) হাট-বাজার খ) চা-চিনি
গ) নামাজ-রোজা ঘ) কেতাব-কলম
১২। ’প্রতি’ কোন ভাষার উপসর্গ ?
ক) আরবী খ) ফারসী
গ) বাংলা ঘ) সংস্কৃতি
১৩। কোনটি বিভক্তি যোগে গঠিত বহুবচন বোধক শব্দ-
ক) তারকারাজি খ) পাখিরা
গ) বুর্জুগান ঘ) হসিত্মযুথ
১৪। যে ক্ষেত্রে উচ্চারণের আয়াস লাঘব হয় কিন্তু ধ্বনি মাধূর্য রক্ষিত হয়না- সে ক্ষেত্রে কিসের নিয়ম নেই?
ক) ন-ত্ব ও ষ-ত্ব বিধানের খ) সমাসের
গ) সন্ধির ঘ) প্রত্যয়ের
১৫। ’বাঘে-মহিষে’ একঘাটে জল খায়’- ’বাঘে-মহিষে’- কোন কর্তার উদাহরণ?
ক) মূখ্য কর্তা খ) ব্যাতিহার কর্তা
গ) প্রযোজ্য কর্তা ঘ) ভাববাচ্যের কর্তা
১৬) দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে?- এখানে ’বিনা’-
ক) উপসর্গর্ খ) অনুসর্গ
গ) বিভর্ক্তি ঘ) কারক
১৭) ’বৃষ্টি আসে আসুক’- বাক্যের ক্রিয়াপদটি কোন ভাব প্রকাশ করে?
ক) সাপেক্ষ ভাব খ) নির্দেশক ভাব
গ) আকাঙ্খা প্রকাশক ভাব ঘ) অনুজ্ঞা ভাব
১৮। কোন বাক্যটিতে সমধাতুজ কর্ম আছে?
ক) আমি বেশ এক ঘুম ঘুমিয়েছি
খ) আমি ঘুম থেকে জেগেছি
গ) আমি বেশ ঘুম দিয়েছি
ঘ) তোমার ভাল ঘুম হয়েছিল তো
১৯। ’আমি কি ডরাই সখী ভিখারী রাঘবে?’- এখানে ’রাঘবে’ কোন কারকে কোন বিভক্তি?
ক) অপাদানে সপ্তমী খ) কর্তৃকারকে ৭মী
গ) অধিকরণে ৭মী ঘ) কর্মে ৭মী
২০। একটি অপূর্ণ বাক্যের পর অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোন চিহ্ন ব্যবহৃত হয়?
ক) ড্যাস খ) দাঁড়ি
গ) হাইফেন ঘ) কোলন
২১। বস্ত্ত বা দ্রব্যবাচক বিশেষ্যের উদাহরণ কোনটি?
ক) বহর খ) গমণ
গ) চিনি ঘ) সুখ
২২। ’শীতার্ত- শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক) শীত + ঋত খ) শীত +আর্ত
গ) শিত+ঋত ঘ) শীত+অর্ত
২৩। কোনটি পুরাঘটিত অতীতকালের উদাহরণ?
ক) কত কথাই না শুনলাম খ) দিন কেটে যাচ্ছিল কোন রকমে
গ) দিন যায়, কথা থাকে ঘ) সেবার তাকে সুস্থই দেখেছিলাম
২৪। ”যে-ই তার দর্শন পেলাম, সে-ই আমরা প্রস্থান করলাম’- এটি কোন জাতীয় বাক্য?
ক) সরল বাক্য খ) যৌগিক বাক্য
গ) মিশ্র বাক্য ঘ) মৌলিক বাক্য
২৫। সাধিত ধাতু বলে-।
ক) আ-প্রত্যয় যোগে যে ধাতু গঠিত
খ) অ-প্রত্যয় যোগে যে ধাতু গঠিত
গ) ’কৃৎ’-প্রত্যয় যোগে যে ধাতু গঠিত
ঘ) ’তদ্ধিত’-প্রত্যয় যোগে যে ধাতু গঠিত
২৬। নিচের কোনটি বিশেষণের অতিশায়ন?
ক) আজ আমাদের কঠিন পরিশ্রমের প্রয়োজন
খ) পদ্মা দীর্ঘতর, কিন্তু মেঘনা বাংলাদেশের দীর্ঘতম নদী
গ) ধীরে ধীরে বায়ু বয়
ঘ) পরে একবার এসো
২৭। ন্যাকামিটা এখন রাখ- এখানে পদাশ্রিত নির্দেশকটি কি অর্থে ব্যবহৃত হয়েছে?
ক) অনির্দিষ্টার্থে খ) নির্দিষ্টার্থে
গ) নিরর্থকভাবে ঘ) একবচনে
২৮। ’’তিনি চট্টগ্রাম থেকে এসেছেন’’- এখানে ’চট্টগ্রাম’ কোন কারক?
ক) কর্তৃ কারক খ) কর্ম কারক
গ) অপাদান কারক ঘ) অধিকরণ কারক
২৯। ‘’বৈজ্ঞানিক’ শব্দটিতে কি অর্থে ’ষিক’ প্রত্যয় যুক্ত হয়েছে?
ক) দক্ষ বা বেত্তা অর্থে খ) বিষয়ক অর্থে
গ) ভাবার্থে ঘ) বিশেষণ গঠনে
৩০। দস্যুদল গৃহটি লুন্ঠন করেছে- এটি
ক) কর্মবাচ্য খ) কর্তৃবাচ্য
গ) ভাববাচ্য ঘ) কর্মকর্তৃবাচ্য
৩১। পরের ই-কার আগেউচ্চারণরিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জন ধ্বনির আগে ই-কার বা উ-কারউচ্চারণরিত হলে তাকে কি বলে?
ক) স্বরাগম খ) অসমীকরণ
গ) অপিনিহিতি ঘ) বিপ্রকর্ষ
৩২। ’সাইরেন বেজে উঠল’- কি অর্থে যৌগিক ক্রিয়ার ব্যবহার হয়েছে?
ক) কার্য সমাপ্তি অর্থে খ) নিরমত্মরতা অর্থে
গ) আকস্মিকতা অর্থে ঘ) অভ্যসত্মতা অর্থে
৩৩। ’করুণাময় তুমি’ – এখানে ’করুণাময় কোন বিশেষণ?
ক) বিশেষ্যের বিশেষণ খ) বাক্যেও বিশেষণ
গ) ক্রিয়া বিশেষণ ঘ) সর্বনামের বিশেষণ
৩৪। যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই রকম, সেগুলোকে কি বলে?
ক) মৌীলক শব্দ খ) যৌগিক শব্দ
গ) রূঢ়ি শব্দ ঘ) সাধিত শব্দ
৩৫। বাবু বলিলেন, ’’বুঝেছ উপেন এ জমি লইব কিনে।’’-কোন্ উক্তি?
ক) স্বগতোক্তি খ) প্রত্যক্ষ উক্তি
গ) পরোক্ষ উক্তি ঘ) নির্দয় উক্তি
৩৬। ’স্থাবর’ – এর বিপরীতার্থক শব্দ কোনটি?
ক) ধীবর খ) বিবর
গ) জঙ্গম ঘ) খপোত
৩৭। ’আদায় কাঁচকলায়’ বাগধারাটির সাথে সম্পর্কযুক্ত কোনটি?
ক) নয়-ছয় খ) বনে-বাদাড়ে
গ) সাপে-নেউলে ঘ) আমে-দুধে
৩৮। ’গোবর গণেশ’ বাগধারাটির অর্থ কি?
ক) গোবরের মত আবর্জনা খ) বোকা
গ) চালাক ঘ) মূর্খ
৩৯। উপকারীর উপকার করে যে- এক কথায় কি বলে?
ক) প্রত্যুপকারী খ) পরহিতৈষী
গ) পরোপকারী ঘ) কৃতজ্ঞ
৪০। নিচের কোনটির অর্থ জল?
ক) অম্বু খ) বারিধি
গ) জলধি ঘ) জলনিধি
৪১। Diamond cuts diamond- এর সঠিক অনুবাদ কোনটি?
ক) হীরকে হীরক কাটে খ) সেয়ানে সেয়ানে লড়াই
গ) মানিকে মানিক চেনে ঘ) যত গুড় তত মিষ্টি
৪২। ইংরেজী বাগধারা বা প্রবাদ প্রবচনের আক্ষরিক অর্থ করলে কি হয়?
ক) অনুবাদেও সৌন্দর্য নষ্ট হয় খ) অনুবাদ হয়না
গ) অনুবাদ যথার্থ হয় ঘ) অনুবাদ বুঝতে সহজ হয়
৪৩। This pen will do- এর সঠিক অনুবাদ কোনটি?
ক) এই কলমটি কার খ) এই কলমটি পারবে
গ) এই কলমটি নেবে ঘ) এ কলমেই চলবে
৪৪। Rome burns Nero feedles-এর সঠিক অনুবাদ কোনটি?
ক) কারো পৌষ মাস কারো সর্বনাশ
খ) গরু মেরে জুতো দান
ঘ) বজ্র আঁটুনি ফস্কা গেরো
ঘ) পেনীতে জ্ঞানী পাউন্ডে বোকা
৪৫। অনুবাদের ফলে ভাষা ও সাহিত্য হতে পারে-
ক) ক্ষতিগ্রসত্ম খ) সমৃদ্ধ
গ) পরাধীন ঘ) কোনটিই নয়
৪৬। তোমার এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের প্রতিকার প্রার্থনা কওে কার বরাবর আবেদনপত্র লিখতে হবে?
ক) এলাকার চেয়ারম্যান বা কমিশনারের কাছে
খ) যথাযথ কর্তৃপক্ষের কাছে
গ) নির্বাহী প্রকৌশলীর কাছে
ঘ) মেয়রের কাছে
৪৭। কোনটি সরকারী পত্র?
ক) বন্ধুর কাছে লিখিত পত্র খ) প্রধান শিক্ষকের কাছে লিখিত পত্র
গ) মায়ের কাছে লিখিত পত্র ঘ) জেলা প্রশাসকের কাছে লিখিত পত্র
৪৮।কোন পত্রে ভাষা শৈলী সুন্দও ও শ্রুতিনন্দন হওয়া প্রয়োজন?
ক) মানপত্রে
খ) নিমন্ত্রণপত্রে
গ) চুক্তিপত্রে
ঘ) স্মারক লিপিতে
৪৯। আবেদরকারীর জীবনবৃত্তামত্ম উল্লেখ করতে হয় কোন পত্রে?
ক) সম্পাদকের নিকট লিখিত পত্রে
খ) চাকরির আবেদনপত্রে
গ) পাঠাগার স্থাপনের আবেদনপত্রে
ঘ) প্রধানশিক্ষকের নিকট প্রশংসাপত্র চেয়ে লিখিত আবেদনপত্রে
৫০। বেসরকারী ব্যবস্থাপনায় চিঠিপত্র বিলিবণ্টন করে কে?
ক) ডাক বিভাগ খ) কুরিয়ার সার্ভিস
গ) যোগাযোগ মন্ত্রণালয় ঘ) পোস্ট অফিস
ক) সাধারণ কর্মধারয় খ) রূপক কর্মধারয়
গ) উপমিত কর্মধারয় ঘ)উপমান কর্মধারয়
২। ধ্বনি উৎপাদনের মূল উপকরণ বা উচ্চারক কোনটি ?
ক) কণ্ঠ ও জি্হবা খ) জিহবা ও ওষ্ঠ
গ) জিহবা ও তালু ঘ) তালু ও নাসিকা
৩। বাক্যের অপরিবর্তনীয় পদ কোনটি?
ক) ক্রিয়া খ) সর্বনাম
গ) বিশেষ্য ঘ) অব্যয়
৪। কোনটি দেশী শব্দ?
ক) হরতাল খ) কুলা
গ) চাকর ঘ) চাহিদা
৫। দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে কি বলে?
ক) বিষমীভবন খ) সমীভবন
গ) ধ্বনি বিপর্যয় ঘ) ব্যঞ্জন বিকৃতি
৬। ’গমণ’ কোন প্রত্যয় সাধিত শব্দ?
ক) তদ্ধিত খ) কৃৎ
গ) সংস্কৃত তদ্ধিত ঘ) বাংলা তদ্ধিত
৭। কোনগুলো কণ্ঠ্য ধ্বনি ?
ক) চ,ছ,জ,ঝ,ঞ খ) ক,খ,গ,ঘ,ঙ
গ) ট,ঠ,ড,ঢ.ণ ঘ) ত,থ,দ,ধ,ন
৮। কোন জাতীয় শব্দের বানানে মূর্ধণ্য ব্যবহৃত হয় ?
ক) তৎসম খ) অর্ধতৎসম
গ) তদ্ভব ঘ) বিদেশী
৯। ’বিগড়’ ধাতুটি কোন অর্থে ব্যবহৃত হয়?
ক) প্রণাম করা খ) মূর্তি সংক্রমত্ম
গ) নষ্ট হওয়া ঘ) উঁচু হওয়া
১০। ব্যাকরণের কাজ কি?
ক) ভাষার বিচার বিশ্লেষণ
খ) ভাষার উন্নতি
গ) ভাষার নিয়ম শৃংখলা
ঘ) ভাষার নিয়ম প্রতিষ্ঠা
১১। কোনটি মিশ্র শব্দ?
ক) হাট-বাজার খ) চা-চিনি
গ) নামাজ-রোজা ঘ) কেতাব-কলম
১২। ’প্রতি’ কোন ভাষার উপসর্গ ?
ক) আরবী খ) ফারসী
গ) বাংলা ঘ) সংস্কৃতি
১৩। কোনটি বিভক্তি যোগে গঠিত বহুবচন বোধক শব্দ-
ক) তারকারাজি খ) পাখিরা
গ) বুর্জুগান ঘ) হসিত্মযুথ
১৪। যে ক্ষেত্রে উচ্চারণের আয়াস লাঘব হয় কিন্তু ধ্বনি মাধূর্য রক্ষিত হয়না- সে ক্ষেত্রে কিসের নিয়ম নেই?
ক) ন-ত্ব ও ষ-ত্ব বিধানের খ) সমাসের
গ) সন্ধির ঘ) প্রত্যয়ের
১৫। ’বাঘে-মহিষে’ একঘাটে জল খায়’- ’বাঘে-মহিষে’- কোন কর্তার উদাহরণ?
ক) মূখ্য কর্তা খ) ব্যাতিহার কর্তা
গ) প্রযোজ্য কর্তা ঘ) ভাববাচ্যের কর্তা
১৬) দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে?- এখানে ’বিনা’-
ক) উপসর্গর্ খ) অনুসর্গ
গ) বিভর্ক্তি ঘ) কারক
১৭) ’বৃষ্টি আসে আসুক’- বাক্যের ক্রিয়াপদটি কোন ভাব প্রকাশ করে?
ক) সাপেক্ষ ভাব খ) নির্দেশক ভাব
গ) আকাঙ্খা প্রকাশক ভাব ঘ) অনুজ্ঞা ভাব
১৮। কোন বাক্যটিতে সমধাতুজ কর্ম আছে?
ক) আমি বেশ এক ঘুম ঘুমিয়েছি
খ) আমি ঘুম থেকে জেগেছি
গ) আমি বেশ ঘুম দিয়েছি
ঘ) তোমার ভাল ঘুম হয়েছিল তো
১৯। ’আমি কি ডরাই সখী ভিখারী রাঘবে?’- এখানে ’রাঘবে’ কোন কারকে কোন বিভক্তি?
ক) অপাদানে সপ্তমী খ) কর্তৃকারকে ৭মী
গ) অধিকরণে ৭মী ঘ) কর্মে ৭মী
২০। একটি অপূর্ণ বাক্যের পর অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোন চিহ্ন ব্যবহৃত হয়?
ক) ড্যাস খ) দাঁড়ি
গ) হাইফেন ঘ) কোলন
২১। বস্ত্ত বা দ্রব্যবাচক বিশেষ্যের উদাহরণ কোনটি?
ক) বহর খ) গমণ
গ) চিনি ঘ) সুখ
২২। ’শীতার্ত- শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক) শীত + ঋত খ) শীত +আর্ত
গ) শিত+ঋত ঘ) শীত+অর্ত
২৩। কোনটি পুরাঘটিত অতীতকালের উদাহরণ?
ক) কত কথাই না শুনলাম খ) দিন কেটে যাচ্ছিল কোন রকমে
গ) দিন যায়, কথা থাকে ঘ) সেবার তাকে সুস্থই দেখেছিলাম
২৪। ”যে-ই তার দর্শন পেলাম, সে-ই আমরা প্রস্থান করলাম’- এটি কোন জাতীয় বাক্য?
ক) সরল বাক্য খ) যৌগিক বাক্য
গ) মিশ্র বাক্য ঘ) মৌলিক বাক্য
২৫। সাধিত ধাতু বলে-।
ক) আ-প্রত্যয় যোগে যে ধাতু গঠিত
খ) অ-প্রত্যয় যোগে যে ধাতু গঠিত
গ) ’কৃৎ’-প্রত্যয় যোগে যে ধাতু গঠিত
ঘ) ’তদ্ধিত’-প্রত্যয় যোগে যে ধাতু গঠিত
২৬। নিচের কোনটি বিশেষণের অতিশায়ন?
ক) আজ আমাদের কঠিন পরিশ্রমের প্রয়োজন
খ) পদ্মা দীর্ঘতর, কিন্তু মেঘনা বাংলাদেশের দীর্ঘতম নদী
গ) ধীরে ধীরে বায়ু বয়
ঘ) পরে একবার এসো
২৭। ন্যাকামিটা এখন রাখ- এখানে পদাশ্রিত নির্দেশকটি কি অর্থে ব্যবহৃত হয়েছে?
ক) অনির্দিষ্টার্থে খ) নির্দিষ্টার্থে
গ) নিরর্থকভাবে ঘ) একবচনে
২৮। ’’তিনি চট্টগ্রাম থেকে এসেছেন’’- এখানে ’চট্টগ্রাম’ কোন কারক?
ক) কর্তৃ কারক খ) কর্ম কারক
গ) অপাদান কারক ঘ) অধিকরণ কারক
২৯। ‘’বৈজ্ঞানিক’ শব্দটিতে কি অর্থে ’ষিক’ প্রত্যয় যুক্ত হয়েছে?
ক) দক্ষ বা বেত্তা অর্থে খ) বিষয়ক অর্থে
গ) ভাবার্থে ঘ) বিশেষণ গঠনে
৩০। দস্যুদল গৃহটি লুন্ঠন করেছে- এটি
ক) কর্মবাচ্য খ) কর্তৃবাচ্য
গ) ভাববাচ্য ঘ) কর্মকর্তৃবাচ্য
৩১। পরের ই-কার আগেউচ্চারণরিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জন ধ্বনির আগে ই-কার বা উ-কারউচ্চারণরিত হলে তাকে কি বলে?
ক) স্বরাগম খ) অসমীকরণ
গ) অপিনিহিতি ঘ) বিপ্রকর্ষ
৩২। ’সাইরেন বেজে উঠল’- কি অর্থে যৌগিক ক্রিয়ার ব্যবহার হয়েছে?
ক) কার্য সমাপ্তি অর্থে খ) নিরমত্মরতা অর্থে
গ) আকস্মিকতা অর্থে ঘ) অভ্যসত্মতা অর্থে
৩৩। ’করুণাময় তুমি’ – এখানে ’করুণাময় কোন বিশেষণ?
ক) বিশেষ্যের বিশেষণ খ) বাক্যেও বিশেষণ
গ) ক্রিয়া বিশেষণ ঘ) সর্বনামের বিশেষণ
৩৪। যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই রকম, সেগুলোকে কি বলে?
ক) মৌীলক শব্দ খ) যৌগিক শব্দ
গ) রূঢ়ি শব্দ ঘ) সাধিত শব্দ
৩৫। বাবু বলিলেন, ’’বুঝেছ উপেন এ জমি লইব কিনে।’’-কোন্ উক্তি?
ক) স্বগতোক্তি খ) প্রত্যক্ষ উক্তি
গ) পরোক্ষ উক্তি ঘ) নির্দয় উক্তি
৩৬। ’স্থাবর’ – এর বিপরীতার্থক শব্দ কোনটি?
ক) ধীবর খ) বিবর
গ) জঙ্গম ঘ) খপোত
৩৭। ’আদায় কাঁচকলায়’ বাগধারাটির সাথে সম্পর্কযুক্ত কোনটি?
ক) নয়-ছয় খ) বনে-বাদাড়ে
গ) সাপে-নেউলে ঘ) আমে-দুধে
৩৮। ’গোবর গণেশ’ বাগধারাটির অর্থ কি?
ক) গোবরের মত আবর্জনা খ) বোকা
গ) চালাক ঘ) মূর্খ
৩৯। উপকারীর উপকার করে যে- এক কথায় কি বলে?
ক) প্রত্যুপকারী খ) পরহিতৈষী
গ) পরোপকারী ঘ) কৃতজ্ঞ
৪০। নিচের কোনটির অর্থ জল?
ক) অম্বু খ) বারিধি
গ) জলধি ঘ) জলনিধি
৪১। Diamond cuts diamond- এর সঠিক অনুবাদ কোনটি?
ক) হীরকে হীরক কাটে খ) সেয়ানে সেয়ানে লড়াই
গ) মানিকে মানিক চেনে ঘ) যত গুড় তত মিষ্টি
৪২। ইংরেজী বাগধারা বা প্রবাদ প্রবচনের আক্ষরিক অর্থ করলে কি হয়?
ক) অনুবাদেও সৌন্দর্য নষ্ট হয় খ) অনুবাদ হয়না
গ) অনুবাদ যথার্থ হয় ঘ) অনুবাদ বুঝতে সহজ হয়
৪৩। This pen will do- এর সঠিক অনুবাদ কোনটি?
ক) এই কলমটি কার খ) এই কলমটি পারবে
গ) এই কলমটি নেবে ঘ) এ কলমেই চলবে
৪৪। Rome burns Nero feedles-এর সঠিক অনুবাদ কোনটি?
ক) কারো পৌষ মাস কারো সর্বনাশ
খ) গরু মেরে জুতো দান
ঘ) বজ্র আঁটুনি ফস্কা গেরো
ঘ) পেনীতে জ্ঞানী পাউন্ডে বোকা
৪৫। অনুবাদের ফলে ভাষা ও সাহিত্য হতে পারে-
ক) ক্ষতিগ্রসত্ম খ) সমৃদ্ধ
গ) পরাধীন ঘ) কোনটিই নয়
৪৬। তোমার এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের প্রতিকার প্রার্থনা কওে কার বরাবর আবেদনপত্র লিখতে হবে?
ক) এলাকার চেয়ারম্যান বা কমিশনারের কাছে
খ) যথাযথ কর্তৃপক্ষের কাছে
গ) নির্বাহী প্রকৌশলীর কাছে
ঘ) মেয়রের কাছে
৪৭। কোনটি সরকারী পত্র?
ক) বন্ধুর কাছে লিখিত পত্র খ) প্রধান শিক্ষকের কাছে লিখিত পত্র
গ) মায়ের কাছে লিখিত পত্র ঘ) জেলা প্রশাসকের কাছে লিখিত পত্র
৪৮।কোন পত্রে ভাষা শৈলী সুন্দও ও শ্রুতিনন্দন হওয়া প্রয়োজন?
ক) মানপত্রে
খ) নিমন্ত্রণপত্রে
গ) চুক্তিপত্রে
ঘ) স্মারক লিপিতে
৪৯। আবেদরকারীর জীবনবৃত্তামত্ম উল্লেখ করতে হয় কোন পত্রে?
ক) সম্পাদকের নিকট লিখিত পত্রে
খ) চাকরির আবেদনপত্রে
গ) পাঠাগার স্থাপনের আবেদনপত্রে
ঘ) প্রধানশিক্ষকের নিকট প্রশংসাপত্র চেয়ে লিখিত আবেদনপত্রে
৫০। বেসরকারী ব্যবস্থাপনায় চিঠিপত্র বিলিবণ্টন করে কে?
ক) ডাক বিভাগ খ) কুরিয়ার সার্ভিস
গ) যোগাযোগ মন্ত্রণালয় ঘ) পোস্ট অফিস
0 মন্তব্য(গুলি) to বাংলা ২য় পত্র (বহুনির্বাচনী)