পরিবেশ এবং বাস্তুতন্ত্র
১। ভূমণ্ডলের বিভিন্ন পরিবেশকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায়?
ক. ২টি খ. ৪টি
গ. ৩টি ঘ. ৫টি
২। বাস্তুতন্ত্রে কয় ধরনের খাদক আছে?
ক. ২ ধরনের খ. ৩ ধরনের
গ. ৪ ধরনের ঘ. ৫ ধরনের
৩। জলজ বাস্তুতন্ত্রকে কি বলা হয়?
ক. উন্মুক্ত বাস্তুতন্ত্র খ. খোলা বাস্তুতন্ত্র
গ. আবদ্ধ বাস্তুতন্ত্র ঘ. কোনোটিই নয়
৪। বাস্তুতন্ত্রের উপাদানগুলোকে প্রধানত কোন দুই ভাগে ভাগ করা যায়?
ক. স্বভোজী ও পরভোজী খ. অজীব ও জীব
গ. জৈব ও অজৈব ঘ. জলজ ও স্থলজ
৫। কোনটি উৎপাদক?
ক. ছত্রাক খ. শৈবাল
গ. ভাইরাস ঘ. ব্যাকটেরিয়া

৬। সমুদ্র উপকূলবর্তী সুন্দরবন অঞ্চল অবস্থিত
ক. খুলনায় খ. বগুড়ায়
গ. রাজশাহীতে ঘ. মাগুরায়
৭। পানিতে ভাসমান জীবদের কি বলা হয়?
ক. প্লাংকটন খ. পদ্ম
গ. ব্যাকটেরিয়া ঘ. হাইড্রিলা
৮। কোনটি পচনকারী-
ক. উৎপাদক খ. বিয়োজক
গ. ইউরিয়া ঘ. খাদক
৯। বাস্তুসংস্থানের শক্তির প্রধান উৎস কি?
ক. উৎপাদক খ. খাদক
গ. সৌরশক্তি ঘ. বিয়োজক
১০। সবুজ উদ্ভিদ কি নামে পরিচিত?
ক. উৎপাদক খ. খাদক
গ. বিয়োজক ঘ. পরিবর্তক
১১। কোনটি তৃৃণভোজী প্রাণী?
ক. কচ্ছপ খ. বক
গ. শিয়াল ঘ. ছাগল
১২। বাস্তুতন্ত্রের খাদকরা কিভাবে শক্তি লাভ করে?
ক. খাদ্যশৃঙ্খলের মাধ্যমে
খ. খাদ্যজালের মাধ্যমে
গ. খাদ্য পিরামিডের মাধ্যমে
ঘ. উৎপাদকের মাধ্যমে
১৩। সব জীবের মৃত ও গলিত দেহাবশেষে কি ধরনের উপাদান থাকে?
ক. রাসায়নিক উপাদান খ. অজৈব উপাদান
গ. ভৌত উপাদান ঘ. জৈব উপাদান
১৪। অজীব উপাদান কয় ধরনের?
ক. ২ খ. ৩
গ. ৪ ঘ. ৫
১৫। সুন্দরবনের বনাঞ্চল কি নামে পরিচিত?
ক. ম্যানগ্রোভ খ. শালবন
গ. চিরহরিৎ ঘ. পত্রঝরা
১৬। প্লাংকটন জাতীয় ক্ষুদ্র উদ্ভিদকে কি বলে?
ক. জুড প্লাংকটন খ. ফাইটোপ্লাংকটন
গ. শৈবাল ঘ. জলজ উদ্ভিদ
১৭। যেসব প্রাণী একাধিক স্তরের খাবার খায় তাদের কি বলে?
ক. প্রথম স্তরের খাদক খ. বিয়োজক
গ. দ্বিতীয় স্তরের খাদক ঘ. সর্বভুক
অনুধাবনমূলক প্রশ্ন
১৮। জীবন ধারণের জন্য একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত ক. পাখি ও ব্যাঙ খ. জীব ও জড়
গ. মাছ ও মানুষ ঘ. উদ্ভিদ ও প্রাণী
১৯. অজৈব উপাদানের অন্তর্ভুক্ত কোনটি?
ক. হরিণ খ. বাঘ
গ. সাপ ঘ. মাটি
২০. প্লাংকটন কোন স্তরের খাদক?
ক. সর্বস্তরের খ. দ্বিতীয় স্তরের
গ. তৃতীয় স্তরের ঘ. প্রথম স্তরের

উত্তরগুলো মিলিয়ে নাও : ১. গ ২. খ ৩. গ ৪. খ ৫. খ ৬. ক ৭. ক ৮. খ ৯. গ ১০. ক ১১. ঘ ১২. ক ১৩. ঘ ১৪. ক ১৫.ক ১৬. খ ১৭.ঘ ১৮.ঘ ১৯.ঘ ২০.খ


0 মন্তব্য(গুলি) to পরিবেশ এবং বাস্তুতন্ত্র

একটি মন্তব্য পোস্ট করুন

Blogger দ্বারা পরিচালিত.

Ads

Social Icons

Featured Posts