গ্রুপ ⅦA মৌল সমূহের রসায়ন
হ্যালোজন
ক্লোরিন (Cl2),
ফ্লোরিন
(F2), ব্রোমিন (Br2), আয়োডিন (I2)- এই চারটি মৌলকে
একত্রে হ্যালোজেন বলে।
হ্যালোজেনসমূহ দ্বিপরমাণুক অণু (X2) বিশিষ্ট অধাতব মৌল।
হ্যালোজেনসমূহের বেলায় ভ্যানডার ওয়ালস আকর্ষণ বলের ক্রম হল : F2<Cl2<Br2<I2
ক্লোরিন প্রস্তুতির সময় MnO2
এবং
HCl ব্যবহার করা হয়।
হ্যালোজেন শব্দের অর্থ সামুদ্রিক লবণ উৎপাদক।
ফ্লুরিনের সাথে বিক্রিয়াকালে ধাতুসমূহ তাদের সর্বোচ্চ জারণ অবস্থা ব্যবহার করতে সক্ষম হয়।
ফ্লুরিনের সাথে বিক্রিয়াকালে ধাতুসমূহ তাদের সর্বোচ্চ জারণ অবস্থা ব্যবহার করতে সক্ষম হয়।
ফ্লুরিনের ও ক্লোরিনের স্ট্যান্ডার্ড ইলেক্ট্রোড বিভব হল
যথাক্রমে +2.87 ভোল্ট ও +1.33 ভোল্ট।
ক্লোরিনের বিরঞ্জন ক্রিয়ায় পানি অবশ্যই প্রয়োজন হয়।
অবিশুদ্ধ চিলি সল্ট পিটারকে ক্যালিচি
বলে।
HBr পানিতে অতিমাত্রায়
দ্রবণীয়।
সমুদ্রের পানিতে 2.56%
NaCl দ্রবীভূত
অবস্থায় থাকে।
অনার্দ্র Cl2
অপেক্ষা
আর্দ্র Cl2 অধিক সক্রিয়।
টিংচার আয়োডিন জীবাণুনাশক ও পচনরোধক।
NaCl এর গাঢ় জলীয় দ্রবণকে
ব্রাইন বলে।
NaCl→Na++Cl-
H2O→H++OH-
ক্যাথোড বিক্রিয়া :
2H++2e-→H2
অ্যানোড বিক্রিয়া :
2Cl--2e-→Cl2
ধাতব হ্যালাইড ও গাঢ় H2SO4
এর
বিক্রিয়া :
বিকারক |
ধাতব
ফ্লুরাইড, CaF2 |
ধাতব
ক্লোরাইড, NaCl |
ধাতব
ব্রোমাইড, NaBr |
ধাতব
আয়োডাইড, NaI |
গাঢ়
H2SO4 + তাপ |
HF(g) |
HCl(g) ঝাঁঝালো গ্যাস |
HBr, Br2 লালচে বাদামি |
I2(g) বেগুনি গ্যাস |
কঠিন ধাতব হ্যালাইড শনাক্তকরণ বিক্রিয়া :
বিকারক |
ধাতব
ফ্লুরাইড, CaF2 |
ধাতব
ক্লোরাইড, NaCl |
ধাতব
ব্রোমাইড, NaBr |
ধাতব
আয়োডাইড, NaI |
গাঢ়
H2SO4 + MnO2
+ তাপ |
HF |
Cl2(g) সবুজাভ হলুদ গ্যাস |
Br2 লালচে বাদামি |
I2(g) বেগুনি গ্যাস |
হ্যালোজেনের (ক্লোরিনের) বিভিন্ন জারণ সংখ্যা :
জারণ
অবস্থা |
ক্লোরিন
(Cl) |
+1 |
HClO, হাইপোক্লোরাস এসিড |
+3 |
HCl2O, ক্লোরাস এসিড |
+5 |
HClO3, ক্লোরিক এসিড |
+7 |
HClO4, পারক্লোরিক এসিড |
হ্যালাইডসমূহ শনাক্তকরণ :
বিকারক |
ক্লোরাইড |
ব্রোমাইড |
আয়োডাইড |
মূল
দ্রবণ + AgNO3 |
AgCl সাদা অধঃক্ষেপ, NH4OH এ দ্রবণীয় |
AgBr হালকা হলুদ
অধঃক্ষেপ, NH4OH এ
আংশিক দ্রবণীয় |
AgI এর গাঢ় হলুদ
অধঃক্ষেপ, NH4OH এ
অদ্রবণীয় |
পুরাতন পদ্ধতিতে ক্লোরিনের অক্সি-এসিডসমূহের নামকরণ :
নাম |
জারণ
অবস্থা |
হাইপোক্লোরাস
এসিড |
HClO |
ক্লোরাস
এসিড |
HClO2 |
ক্লোরিক
এসিড |
HClO3 |
পারক্লোরিক
এসিড |
HClO4 |
চুনের সাথে হ্যালোজেনের বিক্রিয়া : কলিচুনের সাথে উষ্ণতায়
ক্লোরিন বিক্রিয়া করে
ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইট অর্থাৎ ব্লিচিং পাউডার উৎপন্ন করে।
Ca(OH)2+Cl2
Ca(OCl)Cl+H2O
বিরঞ্জন ক্রিয়া : ক্লোরিন পানির সাথে বিক্রিয়া করে যে জায়মান
অক্সিজেন উৎপন্ন করে তা রঙিন বস্তুকে জারিত করে বর্ণহীন করে।
রঙিন বস্তু+[O]→ বর্ণহীন বস্তু
FeCl3 দ্রবণে HI দ্রবণ যোগ করলে :
FeCl3+HI→FeCl2+HCl+I2
CuSO4 দ্রবণে KI দ্রবণ যোগ করলে :
CuSO4+KI→Cu2I2+K2SO4+I2
পটাশিয়াম ব্রোমাইট যখন গাঢ় H2SO4 এর সাথে বিক্রিয়া করে :
KBr+H2SO4→KHSO4+Br2+SO2+H2O
ধাতব CaF2 ও গাঢ় H2SO4 এর বিক্রিয়া :
CaF2+H2SO4→CaSO4+2HF
গাঢ় HCl ও MnCl2 এর মধ্যে বিক্রিয়া :
MnO2+4HCl→MnCl2+2H2O+Cl2
লোহিত ফসফরাস ও ব্রোমিনের মিশ্রণে ফোটায় ফোটায় পানি যোগ করলে :
P+Br2→PBr3
P+Br2→PBr5
PBr3+H2O→HBr+H3PO3
ফসফরাস
এসিড
PBr5+H2O→HBr+H3PO4
ফসফরিক
এসিড
0 মন্তব্য(গুলি) to গ্রুপ ⅦA মৌল সমূহের রসায়ন