○ প্রথম সার্থক বাংলা উপন্যাস “দুর্গেশনন্দিনী
” (১৮৬৫)।
○ প্রথম গণমুখী বাংলা নাটক “নীলদর্পণ” (১৮৬০)।
○ বাংলাদেশে মঞ্চায়িত প্রথম নাটক
“বাকি ইতিহাস।”
○ বাংলাদেশের প্রথম প্রামাণ্যচিত্র “স্টপ
জেনোসাইড” (১৯৭১)।
○ একুশের প্রথম সাহিত্য সংকলন
“একুশে ফেব্রুয়ারি” (১৯৫৩)।
○ একুশের প্রথম উপন্যাস “আরেক ফাল্গুন” (১৯৬৯)।
○ মুক্তিযুদ্ধের প্রথম উপন্যাস “রাইফেল
রুটি আওরাত।”
○ একুশের প্রথম নাটক “কবর” (১৯৫৩)।
○ বাংলা সাহিত্যের প্রথম মুদ্রিত বই
“কথোপকথন” (১৮০১)।
○ ছাপার অক্ষরে প্রথম বাংলা বই “কৃপাশাস্ত্রের
অর্থভেদ।”
○ প্রথম আধুনিক বাংলা নাটক “শমিষ্ঠা” (১৮৫৯)।
○ বাংলা ভাষার প্রথম
মহিলা কবি চন্দ্রাবতী (ষোড়শ শতক)।
○ বাংলা ভাষার প্রথম মহিলা ঔপন্যাসিক
স্বর্ণকুমারী দেবী (১৮৫৫-১৯৩২)।
○ বাংলা ভাষার প্রথম আধুনিক
নাট্যকার মাইকেল
মধুসূদন দত্ত (১৮২৪-১৮৭৩)।
○ প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক
“কৃষ্ণকুমারী” (১৮৬১)।
○ প্রথম মৌলিক ট্র্যাজেডি নাটক
“কীর্তিবিলাস” (১৮৫২)।
○ প্রথম বাংলা নাটক (মুসলমান রচিত)
“বসন্তকুমারী” (১৮৭৩)।
○ প্রথম মুসলমান নাট্যকার মীর মশাররফ হোসেন
(১৮৪৭-১৯১২)।
○ একুশের প্রথম কবিতা “কাঁদতে আসিনি ফাঁসির
দাবি নিয়ে এসেছি।” (১৯৫২)।
0 মন্তব্য(গুলি) to বাংলা সাহিত্যে যা কিছু প্রথম