প্রথম বাংলাদেশী এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহীম কোন সালে মাউন্ট এভারেস্ট শৃঙ্গে আরোহন করেন?
– ২০১০ সালে।
► তামাবিল সীমান্তের সাথে ভারতের কোন শহরটি অবস্থিত?
– ডাউকি।
► BTRC এর ইংরেজী পূর্ণরূপ কোনটি?
– Bangladesh Telecommunication Regulatory Commission.
► বাংলাদেশ রেলওয়ের সর্ববৃহৎ কারখানা কোথায়?
… – সৈয়দপুর।
► বাংলাদেশের White Gold কোনটি?
– চিংড়ি।
► বাংলাদেশের কোন জেলাটি বাংলাদেশ ভারত সীমান্তের মধ্যে নয়?
– কক্সবাজার।
► ‘সোনালিকা’ ও ‘আকবর’ বাংলাদেশের কৃষিক্ষেত্রে কিসের নাম?
– উন্নত জাতের গমের নাম।
► ‘আলোকিত মানুষ চাই’ এটি কোন প্রতিষ্ঠানের স্লোগান?
– বিশ্ব সাহিত্য কেন্দ্র।

► যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে : দর্পণ। (২৩ তম BCS )
► মানুষের স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য : ১৮ ইঞ্চি প্রায়। (২৮ তম BCS )
► মাছ অক্সিজেন নেয় : পানির মধ্যে দ্রবীভূত বাতাস হতে। (১০ তম BCS )
► বাদুড় চলাফেরা করে : সৃষ্ট শব্দের প্রতিধ্বনি শুনে। (২৭ তম BCS )
► এনজিও প্লাষ্টি হচ্ছে : হ্রৎপিন্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো। (২১ তম BCS)
► আমাদের দেহকোষ রক্ত হতে গ্রহণ করে : অক্সিজেন ও গ্লুকোজ। (১…০ তম BCS )
► যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন হয় : সূর্য গ্রহণ। (২৩ তম BCS )
► ‘গ্যালিলিও’ হলো : পৃথিবী থেকে পাঠানো বৃহস্পতির একটি কৃত্রিম উপগ্রহ। (১৮ তম BCS )
► সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে : ১০ নিউটন। (১০ তম BCS)
► সমুদ্রের গভীরতা মাপা হয় যে যন্ত্র দ্বারা : ফ্যাদোমিটার। (২০ তম BCS )
► দিনরাত্রি সর্বত্র সমান : নিরক্ষরেখায়। (২৮ তম BCS)
► ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র : সিসমোগ্রাফ। (২২ তম BCS)
► উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র : ট্যাকোমিটার।(২২ তম BCS)
► বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় প্রতিবছর : ৫ জুন। (৩০তম বিসিএস)।
► CNG -এর অর্থ : কমপ্রেস করা প্রাকৃতিক গ্যাস। (২৫তম বিসিএস)।
► জোয়ার ভাটার তেজকটাল হয় : অমাবস্যায়। (১৮তম বিসিএস)।
► ফররুখ আহমদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম : সাত সাগরের মাঝি।(২৯ তম BCS)
► ‘অনল প্রবাহ’ রচনা করেন : সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী।(২৯ তম BCS)
► রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ : একটি উপন্যাস।(২৪ তম BCS)
► ‘বত্রিশ সিংহাসন’ এর রচয়িতা : মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। (২৬ তম BCS)
► বাংলা গীতি কবিতায় ভোরের পাখি বলা হয় : বিহারীলাল চক্রবর্তীকে। (১১ তম BCS)
► কোন দেশ শিশুদের ইংরেজি শেখানোর জন্য রোবট শিক্ষক নিযুক্ত করেছে? -দক্ষিণ কোরিয়া।
► যুক্তরাষ্ট্রের কোন স্টেটটি ফ্রান্সের নিকট থেকে ক্রয় করা হয়েছিল? -ফ্লোরিডা।
► কোন দেশ তার প্রাইমারি স্কুলগুলোর কাগজের বইয়ের পরিবর্তে ডিজিটাল বই চালুর পরিকল্পনা করেছে? -জাপান।
► ২০১২ সালে সুইজারল্যান্ডের সাময়িকী ‘গ্লোবাল জার্নাল’ বিশ্বের সেরা এনজিও কোনটি? – উইকিমিডিয়া ফাউন্ডেশন। (বাংলাদেশের ব্রাক ৪র্থ ও আশা ৩২তম)…।
► বিশ্বে সবচেয়ে বেশি সময় ধরে অনশনরত কবি ও মানবাধিকার নেত্রীর নাম কি? – ইরম শর্মীলা (মণিপুর, ভারত)।
► ‘ফেয়ার ফ্যাক্স’ কি? -গোয়েন্দা সংস্থার নাম।
► সংযুক্ত আরব আমিরাত স্বাধীনতা অর্জন করে কবে? -১৯৭১ সালে।
► লেডি উইথ দি ল্যাম্প হিসেবে কাকে অভিহিত করা হয়? -ফ্লোরেন্স নাইটিঙ্গেল।
► বিশ্বের সবচেয়ে উঁচু সেতু কোথায় অবস্থিত? – মেক্সিকোতে।
► বিশ্বের সবচেয়ে উঁচু সেতুর নাম কি? – বালুয়ার্তে সেতু, এর স্প্যানের উচ্চতা ৪০৩ মিটার বা ১৩২২ ফুট।
► বিশ্বের কতটি দেশের কাছে ব্যালেস্টিক মিসাইল সাবমেরিন (SSBN) রয়েছে ও কি কি? – ৬টি, চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ভারত।
► বিশ্বের বৃহত্তম তথ্যপ্রযুক্তি উৎসবের নাম কি? – ইন্টারন্যাশনাল কনজিউমার ইলেক্ট্রনিক্স শো (CES)।
► উত্ত…র কোরিয়ার সর্বোচ্চ নেতার নাম কি? – কিম জং উন।
► সাবেক পূর্ব জার্মানির গোয়েন্দা পুলিশের নাম কি ছিল? – স্ট্যাসি ( প্রতিষ্টা ৯ ফেব্রুয়ারী ১৯৫০ – বিলুপ্ত ৪ অক্টোবর ১৯৯০)।
► নাসার সাম্প্রতিক চন্দ্রাভিযানের নাম কি? GRAIL ( Gravity Recovery And Interior Laboratory).
► সার্কের প্রথম নারী মহাসচিব কে? – ফাতিমা দিয়ানা সাঈদ।
► সার্কের প্রথম নারী মহাসচিব কবে পদত্যাগ করেন? – ২০ জানুয়ারী ২০১২।
► জেমস বন্ড সিরিজের ২৩তম চলচ্চিত্রের নাম কি? – স্কাইফল।
► সৃজনশীল পদ্ধতিতে পাঠদান পদ্ধতির উদ্ভাবক কে? – মনোবিজ্ঞানী বেঞ্জামিন স্যামুয়েল ব্লুম (যুক্তরাষ্ট্র)।
► আধুনিক পুলিশের জনক কে? – স্যার রবার্ট পিল (ব্রিটেন)।
► ‘দ্যা গ্রান্ড ডিজাইন’ গ্রন্থের লেখক কে? – স্টিফেন হকিং।
► বিশ্বের পঞ্চম বৃহত্তম সীমান্ত কোনটি? বাংলাদেশ-ভারত সীমান্ত।
► ‘বনি ওয়ালিদ’ শহর কোন দেশে অবস্থিত? – লিবিয়া।
… ► ইউরোপীয় ইউনয়নের চুক্তির আওতায় কোন দুটি দেশ ইউরো চালু করতে বাধ্য নয়? – ডেনমার্ক ও যুক্তরাজ্য।
► ইন্টারনেট আগ্রাসনে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত দুটি আইনের নাম কি? SOPA এবং PIPA.
► SOPA এবং PIPA এর পূর্ণরুপ কি? – Stop Online Piracy Act এবং Protect Intellectual Property Act.
► মাদার তেরেসা কোন দেশে জন্ম গ্রহণ করেন- আলবেনিয়া(২৬তম বিসিএস) ।
► রাজীব গান্ধীর হত্যাকরী নারীর নাম- নলিনী ।
► বিশ্বের প্রথম মহিলা স্পিকার- ফাহমিদা মির্জা ।
► শান্তিতে নোবেল বিজয়ী প্রথম মহিলার নাম- বার্থাভন সুটনার(অস্ট্রিয়া) ।
► মানবাধিকার বাস্তবায়নে আন্তর্জাতিক চুক্তির স্বাক্ষরিত হয়- ১৯৪৮ সালে(২৪তম বিসিএস) ।
► একটি আদর্শ ফুলের কয়টি অংশ থাকে- পাঁচটি ।
► ভারি পানির সংকেত- D2O ।
► বাংলাদেশ ব্যাংকের প্রথম নারী ডেপুটি গভর্নরের নাম- নাজনীন সুলতানা ।
► পঞ্চম আদমশুমারি অনুষ্ঠিত হয়- ১৫-১৯ মার্চ ২০১১ ।
► শান্তিবাহিনীর প্রতিষ্ঠাতা- মানবেন্দ্র নারায়ণ লারমা ।
► বিশ্বের সবচেয়ে বড় ব্যাংকনোটটির দৈর্ঘ্য ছিল ২২×৩০সেন্টিমিটার, যা একটি বইয়ের পাতার চেয়েও বড়!! ১৪ শতকে চীনে এই ব্যাংকনোট ব্যবহৃত হতো।
► ১৬৪৪ সালে সুইডেনে পৃথিবীর সবচেয়ে বেশি ওজনের মুদ্রার প্রচলন করা হয়। ১০ ক্রোনারের এই মুদ্রাটির ওজন ১৯ দশমিক ৭১ কেজি।
► পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম ও কম ওজনের মুদ্রাটি হলো ‘জাওয়া’, রুপা দিয়ে তৈরি এই মুদ্রাটি ১৭৪০সালে নেপালে প্রচলন করা হয়। এর ওজন ছিল মাত্র ০.০০২ গ্রাম।

► ১৩ শতকে কাগজি নোটের প্রথম প্রচলন ঘটে চীনে। ১৬৯০ সালে যুক্তরাষ্ট্রে ও ১৬৯৫ সালে ইউরোপে প্রথম ব্যাংকনোটের প্রচলন শুরু হয়।
► ১৯৮৮ সালের ২৯ ডিসেম্বর বাজারে ছাড়া প্রথম ২ টাকা নোটের ডিজাইনার কে? – রফি উদ্দিন আহমদ।
► বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল সরবরাহকারী নৌপথ কোনটি? -হরমুজ প্রণালী।
► যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট ১২ বছর ক্ষমতায় ছিলেন : ফ্রাঙ্কলিন রুজভেল্ট (২৬তম বিসিএস)।
► ভূতাত্ত্বিক কারণে প্রতিবছর প্রায় দুই ফুট করে বাড়ে এভারেস্টের উচ্চতা।
► পশ্চিম গোলার্ধে সবচেয়ে গরিব দেশ হাইতিতে ক্ষুধার জ্বালায় কাদা দিয়ে তৈরী পিঠা খাওয়া হয়।
► এশিয়ার একমাত্র খ্রিস্টান অধ্যুষিত রাষ্ট্র- ফিলিপাইন (৯৩% জনগণ)।
► ঢাকা সিটি কর্পোরেশন দুভাগে বিভক্ত হয়: ৪ ডিসেম্বর, ২০১১।
► তিস্তা নদী বাংলাদেশে প্রবেশ করেছে নীলফামারী জেলার মধ্যে দিয়ে।
► ওসামা বিন লাদেনের মরদেহ যে রণতরীতে করে সাগরে সমাহিত করা হয় তাঁর নাম – USS কার্ল ভিনসন।
► ৩০ নভেম্বর ২০১১ অবমুক্ত করা চীনের নতুন নকশায়িত বৈজ্ঞানিক গবেষনা জাহাজের নাম – কেঝু (Kexue)।
► সবচেয়ে কম বয়সে (১৫ বছর) সাত মহাদেশের শীর্ষ সাত পর্বত চূড়ায় আরোহণ করেন – যুক্তরাষ্ট্রের জর্ডান রোমেরো।
► ২০১১ সালের ২৬ নভেম্বর নাসা মঙ্গল গ্রহে যে অনুসন্ধানী যান পাঠায় তার নাম – কিউরিসিটি, প্রকৃত নাম দ্যা মার্স সা…য়েন্স ল্যাবরেটরী (MSL)।
► ২০১১ সালে যে তিনটি দেশে শ্রম উয়িং খোলা হয় – জাপান, ইতালি ও জর্ডান, (মোট ১৬টি এ নিয়ে)।
► হিমছড়ি ঝরণার অন্য নাম – পরিমুড়া।
► বাংলাদেশের বিমান বাহিনীতে প্রথমবারের মতো যুক্ত হওয়া ভূমি থেকে আকাশে নিক্ষেপনযোগ্য সল্প পাল্লার ক্ষেপণাস্রের নাম – এফএম-৯০।
► বাংলাদেশের কনিষ্ঠতম কম্পিউটার প্রোগ্রামারের নাম – ওয়াসিক ফারহান রূপকথা।
► বাংলাদেশে প্রচলিত প্রথম কম্পিউটারের নাম কি? IBM 1620
► বাংলাদেশে প্রথম কবে এবং কোথায় কম্পিউটার স্থাপিত হয়? ১৯৬৪ সালে ঢাকায় পরমাণু শক্তিকেন্দ্রে।
► বাংলাদেশ সাব মেরিন ক্যাবল যুক্ত হওয়ার চুক্তি স্বাক্ষর করে কবে? ২৭ মার্চ ২০০৪।
► বিজিবির সর্বপ্রথম নাম কি ছিল? রামগড় লোকাল ব্যাটালিয়ন।
► স্বাধীন বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম স্পিকার কে ছিলেন্? মোহাম্মদ উল্লাহ্।
… ► জাতিসংহের প্রথম মহাসচিব কে ছিলেন? ট্রিগভেলি
► কবে সর্বপ্রথম বাংলাদেশে লিভার প্রতিস্থাপন অপারেশন করা হয়? জুন ২০১০।
► যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎজা রাইসের লিখিত আত্মজীবনী – No Higher Honor.
► বিশ্বের বৃহত্তম সৌরচালিত নৌকা – এম টুরানোর প্লানেট সোলার।
► বিশ্ব বাণিজ্য সংস্থার নতুন তিন সদস্য দেশ – রাশিয়া, সামোয়া ও মন্টিনিগ্রো।
► ৫ আগস্ট ২০১১ নাসা কর্তৃক প্রেরিত মানুষ বিহীন নভোযান – জুনো।
… ► বিশ্বের জনসংখ্যা ৭০০ কোটি হয় – ৩১ অক্টোবর ২০১১।
► The Green Book গ্রন্থটির লেখক – কর্ণেল গাদ্দাফি।
► NDI কোন দেশভিত্তিক আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষন সংস্থা? যুক্তরাষ্ট্র।
► এভারেস্টের চূড়া থেকে ১ম মোবাইল কল করেন রড ব্যাবার (বৃটিশ নাগরিক্) ২১ মে ২০০৭। চায়না টেলিকম সংস্থার স্থাপিত টাওয়ারের সাহায্যে কলটি করেন। ব্যবহার করেছিলেন মটোরোলার মোটোরেজর জেড-৮ সেট।
► বাংলাদেশের জাতীয় বৃক্ষ কি এবং কবে স্বীকৃতি পায়? আম স্বীকৃতি পায় ১৫ নভেম্বর ২০১০।
► পৃথিবীর শীতলতম স্থান – রাশিয়ার ভারখয়ানস্ক্।
► বাংলাদেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিল – ২ বার।
► দুই টাকার ন…োট হচ্ছে সর্বোচ্চ সরকারি নোট্। এক এবং দুই টাকার নোট ছাপে অর্থমন্ত্রনালয় তাই এ দুটি নোটকে সরকারি নোট বলা হয়্। বাকি নোট ছাপা হয় বাংলাদেশ ব্যাংক থেকে।
► ১৩ শতকে কাগজি নোটের প্রথম প্রচলন ঘটে চীনে। ১৬৯০ সালে যুক্তরাষ্ট্রে ও ১৬৯৫ সালে ইউরোপে প্রথম ব্যাংকনোটের প্রচলন শুরু হয়।
► আয়তনে বাংলাদেশের ক্ষুদ্রতম পৌরসভা কোনটি ? ভেদরগঞ্জ,শরীয়তপুর।
► বাংলাদেশের ইন্টারনেট সেবা প্রদানকারী সংগঠনের নাম কি ? ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।
► বিশ্বের দীর্ঘতম সমুদ্র সেতু হচ্ছে ‘Jiaozhou Bay Bridge’। এটির দৈর্ঘ্য ৪২.৫ কিলোমিটার্। সেতুটি তৈরি করতে প্রায় ১০০০০ লোকের ৪ বছর সময় লেগেছে। খরচ হয়েছে প্রায় ১.৫ বিলিয়ন মার্কিন ডলার্। সেতুটি ৩০ জুন ২০১১ তারিখে চালু হয়েছে। এটি চীনে অবস্থিত।
► কয়টি দেশ নিয়ে জাতিসংঘের যাত্রা শুরু হয়েছিল? ৫১টি
► নীল নদ বর্তমানে ১১টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে, দেশ গুলো হল
Ethiopia, Sudan, South Sudan, Egypt, Uga…nda, Congo, Kenya, Tanzania, Rwanda, Burundi, Eritrea
► মাথায় বল নিয়ে দীর্ঘপথ হাঁটে গিনেস বুকে স্থান পাওয়া হালিম কত কি.মি. হেটেছেন? ১৫.২ কি.মি.।
► মায়ানমারের পূর্বের রাজধানীর নাম ‘Yangon’। বর্তমান রাজধানীর নাম ‘Nay Pyi Taw’ (officially spelled) ।
► মার্কিন যুক্তরাষ্ট্র কে ‘স্ট্যাচু অব লিবার্টি’ উপহার দেয় কোন দেশ? ফ্রান্স।
► সর্বপ্রথম কবে বাংলাদেশে রঙিন টেলিভিশন আসে? ১লা ডিসেম্বর ১৯৮০।
► ‘বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান্’ এই কালজয়ী গ্রন্থটি সম্পাদনা করেছেন মুহম্মদ শহীদুল্লাহ্।
► ইন্টারপোল গঠিত হয় ১৯২৩ সালে। বাংলাদেশ ইন্টারপোলের সদস্যপদ লাভ করে ১৯৭৬ সালে।
• জোয়ার ভাটার তেজকটাল হয় : অমাবস্যায় (১৮তম বিসিএস)।
• মানুষের গায়ের রং নির্ভর করে যে উপাদানের উপর : মেলানিন (২৭তম বিসিএস)।
• CNG -এর অর্থ : কমপ্রেস করা প্রাকৃতিক গ্যাস (২৫তম বিসিএস)।
• যে ভিটামিন ক্ষতস্থান হতে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে : ভিটামিন ‘K’ (২৬তম বিসিএস)।
• ক্লোনিং পদ্ধতিতে জন্মগ্রহণকারী ভেড়ার নাম : ডলি (১৯তম বিসিএস)।
… • কচুশাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য : লৌহ (১০তম বিসিএস)।
• সৌরজগৎ আবিষ্কার করেন : এন. কোপার্নিকাস।
• ম্যালেরিয়া যে ধরনের জীবাণু : পরজীবী।
• প্রতি মিনিটে পূর্ণ বয়স্ক সুস্থ মানুষের হৃদস্পন্দন করে : ৭২ বার।
• পঁচা ডিমের গন্ধের জন্য দায়ী : হাইড্রোজেন সালফাইড।
• বৈদ্যুতিক হিটার ও বৈদ্যুতিক ইস্ত্রিতে ব্যবহৃত হয় : নাইক্রোম তার।
• জাতিসংঘ দ্বিতীয়বারের মত ‘আদিবাসী দশক্’ ঘোষনা করে ২০০৫-২০১৪ সাল পর্যন্ত।
• জাতিসংঘ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় – ১৯৭৩।
• নেলসন ম্যান্ডেলার ওপর নির্মিত সিনেমার নাম – দি হিউম্যান ফ্যাক্টর।
• কোন দেশের কাছে সবচেয়ে বেশি পারমাণবিক চুল্লি রয়েছে? – রাশিয়া।
• ব্রিটেনের ক্রিমিনাল কোর্টে নিযুক্ত প্রথম বাংলাদেশী জজ : ব্যারিষ্টার আখলাক চৌধুরী।
• ব্রিটেনের আইনসভার নিন্মকক্ষ ‘হাউস অব কমন্স’ এর প্রথম বাংলাদেশী এমপি : রুশনারা আলী।
• বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড ঢাকা-লন্ডন সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করে : ৬ ফেব্রুয়ারি ২০১০।
• ডলুরা শুল্ক ষ্টেশন অবস্থিত : সুনামগঞ্জ।
• বাংলাদেশ ব্যাংকের প্রথম নারী পরিচালক : অধ্যাপিকা হান্নানা বেগম।
• কোন সেক্টর কমান্ডারের সাংকেতিক নাম ছিল ‘টাইগার লিডার’ : মীর শওকত আলী।
• বাংলাদেশে কত সনে ভ্যাট চালু হয়্? – ১৯৯১
► জাতিসংঘ সনদের রচয়িতা : Archibald Macleish.
► ‘রেড স্কোয়ার’ অবস্তিত : মস্কোয়।
► পারস্য উপসাগরে যে দ্বীপ অবস্থিত : বাহরাইন দ্বীপ।
► বিশ্বের বৃহত্তম লাইব্রেরি : লাইব্রেরি অব কংগ্রেস।
► ‘রয়টার’ যে দেশের সংবাদ সংস্তা : যুক্তরাজ্য।
► বিশ্বের সর্ববৃহৎ প্রাণী : নীল তিমি।
► ‘সিমলাইন’ হলো : ইসরাইল কর্তৃক গাজা উপত্যকায় নির্মিত বেষ্টনী।
► WTO’ প্রতিষ্ঠিত হয় : ১ জানুয়ারি ১৯৯৫।
► ‘পার্থ’ হলো : যুক্তরাষ্ট্রের …প্রেসিডেন্টের অফিস।
► ইরান ২য় বিশ্বযুদ্ধে সমর্থন করে : জার্মানিকে।
► চীনের রাজাকে বলা হতো : Son of God.
► দুই কোরিয়াকে বিভক্তকারী সীমারেখার নাম : ৩৮০ অক্ষরেখা।
► ভুটানের মুদ্রার নাম : গুলট্রাম।
► আফগানিস্তানের প্রধান ভাষা : পশতু।
► সূর্যোদয়ের দেশ বলা হয় : জাপানকে।
► বিশ্বের বৃহত্তম দ্বীপ দেশ : ইন্দোনেশিয়া।
► থাইল্যান্ডের পূর্বনাম : শ্যামদেশ।
► ‘গণতন্ত্রই সর্বোৎকৃষ্ট শাসন ব্যবস্থা’ উক্তিটি যার : লর্ড ব্রাইস।
► ‘The Wings of Fire’ বইটির লেখক : এ.পি.জে. আব্দুল কালাম (ভারত)।
► ‘পানমুনজাম’ স্তানটি যে দুটি দেশের সীমান্তে অবস্থিত : উত্তর ও দক্ষিণ কোরিয়া।
► ইসরাইলকে স্বীকৃতিদানকারী প্রথম মুসলিম দেশ : মিশর।
► গোলান মালভূমি নিয়ে বিরোধ রয়েছে : ইসরাইল ও মিশর।
► গ্রে উলফ নামে পরিচিত : কামাল আতাতুর্ক।

0 মন্তব্য(গুলি) to :::বিসিএস সাধারন জ্ঞান পর্ব- ০৩:::

একটি মন্তব্য পোস্ট করুন

Blogger দ্বারা পরিচালিত.

Ads

Social Icons

Featured Posts